ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ড্রাগে ধরা রাশিয়ার জুলিয়া জারিপোভার দুই অলম্পিক স্বর্ণপদক এখন তিউনিশিয়ার হাবিবার

একেই বলে কপাল

প্রকাশিত: ০৬:১৬, ৬ জুন ২০১৬

একেই বলে কপাল

স্পোর্টস রিপোর্টার ॥ ২০১১ বিশ্ব চ্যাম্পিয়নশিপ এবং ২০১২ অলিম্পিকে ৩০০০ মিটার স্টেপলচেজে স্বর্ণ জয়ের স্বাদ পেয়েছিলেন রাশিয়ার এ্যাথলেট জুলিয়া জারিপোভা। আর প্রতিযোগিতায় দ্বিতীয় হয়ে রৌপ্য নিয়ে সন্তুষ্ট ছিলেন তিউনিসিয়ার হাবিবা ঘ্রিবি। তবে কপাল পুড়ে স্বর্ণপদকজয়ী জুলিয়া জারিপোভার। ড্রাগ আইন অমান্য করার কারণে দ্য কোর্ট অব অরবিট্রেশন ফর স্পোটর্সের সিদ্ধান্তে দুই স্বর্ণপদক হাবিবা ঘ্রিবিকে দেয়ার ঘোষণা করা হয়। শুক্রবার আনুষ্ঠানিকভাবে সেই দুটি পদক গ্রহণ করে নেন হাবিবা। তিউনিসিয়ার নিকটে রেডস নামক স্থানে ৩২ বছর বয়সী হাবিবা ঘ্রিবিকে আনুষ্ঠানিকভাবে দুই পদক প্রদান করা হয়। আসলে সৌভাগ্যই বলতে হয় ঘ্রিবির। চার-পাঁচ বছর আগে হারানো পদক আবারও ফিরে পেয়ে দারুণ রোমাঞ্চিত তিনি। তাও আবার নিজের দেশে মা-বাবা এবং নিজেদের দেশের সর্মথকদের সামনে থেকে পদক গ্রহণ করেন তিনি। এ সময় আন্তর্জাতিক অলিম্পিক কমিটির সহসভাপতি উপস্থিত থেকে ঘ্রিবিকে পদক প্রদান করেন। এ সময় অনেক ক্রীড়া সংগঠকও উপস্থিত ছিলেন। স্বর্ণপদক হাতে পেয়ে দারুণ উচ্ছ্বাস প্রকাশ করেছেন ঘ্রিবি। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘আমি এমন দুটি পদক গ্রহণ করলাম, যা আমার এবং তিউনিসিয়ার জন্য খুবই সম্মানের। আর নিজের বাড়িতে মা-বাবা আত্মীয়-স্বজন, ক্রীড়া পরিবার এবং অলিম্পিক সম্প্রদায়ের সামনে এই পদক গ্রহণ করতে পারাটাও আমার জন্য বিশাল এক অর্জন।’
×