ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

জিপিএইচের দর কমল ৫.৯৪ শতাংশ

প্রকাশিত: ০৭:০৫, ৫ জুন ২০১৬

জিপিএইচের দর কমল ৫.৯৪ শতাংশ

পুঁজিবাজারের তালিকাভুক্ত প্রকৌশল খাতের কোম্পানি জিপিএইচ ইস্পাত লিমিটেডের অগ্রাধিকার মূলক (রাইট) শেয়ার বিনিয়োগকারীদের বিও হিসাবে জমা হয়েছে। এই দিনে কোম্পানির দর আগের দিনের চেয়ে মোট ৫ দশমিক ৯৪ শতাংশ কমেছে। সূত্র জানায়, বুধবার রাইট শেয়ার বিনিয়োগকারীদের বিও হিসাবে জমা হয়েছে। দিনটিতে ডিএসইতে কোম্পানির মোট ৬ কোটি ২৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। সারাদিনে কোম্পানির মোট ২১ লাখ ৭৮ হাজার ৬১৮টি শেয়ার লেনদেন হয়েছে। মঙ্গলবারে কোম্পানিরি সমাপনী মূল্য ছিল ৩০ দশমিক ৩০ টাকা। বুধবারে কোম্পানির সমন্বয় মূল্য দাঁড়ায় ২৮ দশমিক ৩০ টাকা। কোম্পানির অগ্রাধিকার মূলক শেয়ার বাজারে দর কমেছে বলে সংশ্লিষ্টরা বলছেন। এর আগে গত ১৭ এপ্রিল কোম্পানির রাইট আবেদন শুরু হয়। আবেদন চলে ১২ মে পর্যন্ত। প্রসঙ্গত, রেকর্ড ডেটের দিন যাদের হাতে শেয়ার ছিল শুধু তারাই রাইট শেয়ারের জন্য আবেদন করেছিল। রেকর্ড ডেট ছিল গত ৮ মার্চ। -অর্থনৈতিক রিপোর্টার
×