ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ইভিন্স টেক্সটাইলের আইপিও লটারির ফল প্রকাশ

প্রকাশিত: ০৭:০৫, ৫ জুন ২০১৬

ইভিন্স টেক্সটাইলের আইপিও লটারির ফল প্রকাশ

অর্থনৈতিক রিপোর্টার ॥ বৃহস্পতিবার ইভিন্স টেক্সটাইল লিমিটেডের প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) লটারির ফল প্রকাশ করা হয়েছে। এদিন সকাল সাড়ে ১০টায় মহাখালীর রাওয়া কনভেনশন সেন্টারে লটারির ড্র-এর মধ্য দিয়ে এই ফল প্রকাশ করা হয়েছে। এর আগে কোম্পানিটির আইপিওতে (২ মে থেকে ১২ মে) চাহিদার চেয়ে প্রায় ৩২ গুণ বেশি আবেদন জমা পড়ে। যাতে বৃহস্পতিবার লটারির মাধ্যমে আইপিও বিজয়ীদের নির্ধারণ করা হয়েছে। ইভিন্স টেক্সটাইল আইপিওর মাধ্যমে ১ কোটি ৭০ লাখ শেয়ার ছেড়ে ১৭ কোটি টাকা সংগ্রহ করার অনুমোদন পায়। প্রতিটি শেয়ারের বরাদ্দ মূল্য হচ্ছে ১০ টাকা। অর্থাৎ কোন প্রিমিয়াম ছাড়াই কোম্পানি বাজার থেকে অর্থ সংগ্রহ করবে। বস্ত্র খাতের ৯ কোম্পানির শেয়ার দর অভিহিত মূল্যের নিচে শেয়ারবাজারে বস্ত্র খাতে তালিকাভুক্ত ৪৪টি কোম্পানিটি রয়েছে। এর মধ্যে ৯টি বা ২০.৪৫ শতাংশ কোম্পানির শেয়ার দর অভিহিত মূল্যের নিচে রয়েছে। অভিহিত মূল্যের নিচে অবস্থান করা কোম্পানিগুলো হলো- সিএ্যান্ডএ টেক্সটাইল, ঢাকা ডাইং এ্যান্ড ম্যানুফ্যাকচারিং, ডেল্টা স্পিনার্স, দুলামিয়া কটন, ফেমিলিটেক্স, জেনারেশন নেক্সট ফ্যাশন, ম্যাকসন্স স্পিনিং মিলস, মেটো স্পিনিং ও সোনারগাঁও টেক্সটাইল। অভিহিত মূল্যের নিচে থাকা কোম্পানিগুলোর মধ্যে বুধবারের (১ জুন) লেনদেন শেষে সিএ্যান্ডএ টেক্সটাইলের শেয়ার দর ৯ টাকায় অবস্থান করছে। এছাড়া ঢাকা ডাইং এ্যান্ড ম্যানুফ্যাকচারিংয়ের ৯.৭ টাকায়, ডেল্টা স্পিনার্সের ৮.৩ টাকায়, দুলামিয়া কটনের ৬.৯ টাকায়, ফেমিলিটেক্সের ৯.১ টাকায়, জেনারেশন নেক্সট ফ্যাশনের ৭.৮ টাকায়, ম্যাকসন্স স্পিনিং মিলসের ৭.২ টাকায়, মেটো স্পিনিং এর ৮.১ টাকায় ও সোনারগাঁও টেক্সটাইলের শেয়ার দর ৭.৯ টাকায় অবস্থান করছে। -অর্থনৈতিক রিপোর্টার
×