ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

আড়াই শ’ উদ্ধার

গ্রীস উপকূলে সাত শ’ অভিবাসী নিয়ে নৌকাডুবি

প্রকাশিত: ০৮:১৬, ৪ জুন ২০১৬

গ্রীস উপকূলে সাত শ’ অভিবাসী নিয়ে নৌকাডুবি

গ্রীসের ক্রিট দ্বীপের অদূরে শুক্রবার অন্তত সাত শ’ অভিবাসী নিয়ে একটি নৌকা ডুবে গেছে বলে জানিয়েছে আন্তর্জাতিক অভিবাসী সংস্থা। নৌকার কয়েক শ’ যাত্রী এখনও নিখোঁজ রয়েছে। অভিবাসী সংস্থার এক বিবৃতিতে বলা হয়, ‘ক্রিট উপকূলে ডুবে যাওয়া একটি নৌযান থেকে আড়াই শতাধিক লোককে উদ্ধার করা হয়েছে। নৌকাটি অন্তত ৭০০ অভিবাসী নিয়ে আফ্রিকা ছেড়ে আসে বলে মনে করা হচ্ছে।’ খবর এএফপির। এটি ইজিয়ান সাগরে সাম্প্রতিক সময়ে সবচেয়ে বড় নৌ-দুর্ঘটনা। গত এপ্রিলের গোড়ার দিকে সামোস দ্বীপের উপকূলে চার নারী ও এক শিশু ডুবে মারা যায়। সংস্থার বিবৃতিতে বলা হয়, কোন মৃত্যুর বিষয়ে নিশ্চিত হওয়া গেলে সেটি হবে গ্রীস সমুদ্রসীমায় এপ্রিলের পর প্রথম মৃত্যুর ঘটনা। এদিকে লিবিয়ার পশ্চিমাঞ্চলীয় জাওয়ারা শহরের একটি সৈকতে অন্তত ১০৪ অভিবাসীর লাশ ভেসে এসেছে। লিবিয়ার নৌবাহিনী শুক্রবার এ খবর জানায়। তারা লাশের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে।
×