ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

চট্টগ্রামে নির্বাচনী সহিংসতায় একজন নিহত

প্রকাশিত: ০৭:৫২, ৪ জুন ২০১৬

চট্টগ্রামে নির্বাচনী সহিংসতায় একজন নিহত

নিজস্ব সংবাদদাতা, পটিয়া, চট্টগ্রাম, ৩ জুন ॥ নির্বাচনী সহিংসতায় জেলার আনোয়ারা উপজেলার বৈরাগ ইউনিয়নে এক ব্যক্তি নিহত হয়েছেন। নিহতের নাম মোঃ ফারুক (৩৫)। তিনি ওই এলাকার আনু মিয়ার ছেলে। শুক্রবার বিকেলে দুই মেম্বার প্রার্থীর সমর্থকদের মধ্যে বাগ্বিত-ার একপর্যায়ে একটি পক্ষ ফারুককে কুপিয়ে জখম করলে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যার দিকে চমেক হাসপাতালে তিনি মারা যান। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার আনোয়ারা উপজেলার ১১ ইউনিয়নে নির্বাচন। এ নির্বাচনের সরঞ্জাম নিয়ে শুক্রবার সন্ধ্যায় প্রিসাইডিং অফিসাররা নিজ নিজ কেন্দ্রে পৌঁছে যান। পশ্চিম বৈরাগ আমানউল্লাহপাড়া কেন্দ্রে মেম্বার প্রার্থী ফারুক ও মোহাম্মদ মুছা প্রবেশ করলে তাদের মধ্যে বাগ্বিত-ার একপর্যায়ে সংঘর্ষ বাধে। এ সময় একপক্ষের লোকজন ফারুককে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে প্রথমে আনোয়ারা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে চমেক হাসপাতালে প্রেরণ করলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। বৈরাগ ইউনিয়নের চেয়ারম্যান ও নৌকা প্রতীকের প্রার্থী নোয়াব আলী শুক্রবার রাতে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, দুই মেম্বার প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে ফারুক নিহত হয়েছেন। কিন্তু আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মোঃ সোলেমান ঘটনাটিকে ভিন্ন খাতে নেয়ার চেষ্টা করছেন। তার অনুসারী মোঃ রাসেলের নেতৃত্বে সন্ত্রাসীরা এলাকায় শোডাউন করছে এবং ফাঁকা গুলিও ছুড়েছে। তবে ঘটনার পরপরই আনোয়ারা থানার ওসি আবদুল লতিফকে জানানো হলেও পুলিশ ত্বরিত কোন ব্যবস্থা নেয়নি।
×