ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বিদায়লগ্নে আবেগাপ্লুত আলভেজ

প্রকাশিত: ০৫:৩৩, ৪ জুন ২০১৬

বিদায়লগ্নে আবেগাপ্লুত আলভেজ

স্পোর্টস রিপোর্টার ॥ দীর্ঘদিন ধরেই গুঞ্জনটা বাতাসে ভেসে বেড়াচ্ছিল। বাকি ছিল শুধুই আনুষ্ঠানিকতার। বৃহস্পতিবার সেই আনুষ্ঠানিক ঘোষণাটাও দিয়ে দিলেন বার্সিলোনার টেকনিক্যাল সেক্রেটারি রবার্ট ফার্নান্দেজ। বার্সিলোনা ছাড়ছেন দানি আলভেজ। স্প্যানিশ জায়ান্ট ছেড়ে দুই বছরের চুক্তিতে ইতালিয়ান চ্যাম্পিয়ন জুভেন্টাসে যোগ দিচ্ছেন ব্রাজিলিয়ান রাইটব্যাক। আজ থেকে শুরু হয়েছে লাতিন আমেরিকার শ্রেষ্ঠত্বের লড়াই কোপা আমেরিকা। সোমবার ইকুয়েডরের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচ খেলবে ব্রাজিল। আর তাই দানি আলভেজও দলের সঙ্গে আমেরিকায় অবস্থান করছেন। সেখান থেকেই ইন্সটাগ্রামে বার্সিলোনার ভক্ত-অনুরাগীদের উদ্দেশে এক আবেগময় চিঠি লিখেছেন। ২০০৮ সালে সেভিয়া ছেড়ে বার্সায় যোগ দিয়েছিলেন আলভেজ। আর একমাস পরই কাতালান ক্লাবটিতে আট বছর পূর্ণ হতো তার। কিন্তু সেটি হচ্ছে না। তবে আলভেজ জানিয়েছেন সময়টা দারুণ উপভোগ করেছেন তিনি ‘জুলাই ২০০৮। প্রথমবারের মতো এই ক্লাবে এসেছিলাম। এরপর থেকেই ড্রেসিংরুমটা নিজের মতো করে ভাগাভাগি করে নিয়েছি। ক্যারিয়ারে সবচেয়ে সুন্দরতম অর্জনগুলোও পেয়েছি। একজন ফুটবলার হিসেবে আমি অনেক গর্বিত, সম্মানিত বোধ করছি। কারণ জীবন আমাকে সুযোগ করে দিয়েছে বিশ্বের সেরা ক্লাবটির জার্সি গায়ে তুলতে। তাও এমন এক দশকে যখন অসাধারণ অনেক কোচ ও খেলোয়াড় ক্লাবে ছিলেন।’ রেকর্ডও আলভেজের অর্জনের স্বীকৃতি দিচ্ছে। বার্সিলোনাতে সবমিলিয়ে আট বছরে ২৩টি শিরোপা জিতেছেন। সেগুলো নিয়ে ক্যারিয়ারে সবমিলিয়ে তার ট্রফির সংখ্যা ৩২টি। পেশাদার ক্যারিয়ারে এরচেয়ে বেশি ট্রফি শুধু আছে সাবেক পর্তুগীজ গোলরক্ষক ভিতর বাইয়া (৩৫) ও ম্যানচেস্টার ইউনাইটেডের কিংবদন্তি ফুটবলার রায়ান গিগসের (৩৬)। রক্ষণসৈনিক হিসেবে অবশ্য শিরোপা সংখ্যায় আলভেজ সবাইকে ছাড়িয়ে গেছেন। তবে শিরোপা একদিকে রেখেও, বার্সিলোনার দানি আলভেজকে ফুটবলভক্তরা মনে রাখবে মাঠে অদ্ভুত দর্শন সব নাচের জন্য, বর্ণবাদের প্রতিবাদ করতে মাঠে ছুড়ে ফেলা কলা খেয়ে নেয়ার জন্য। সব সময়ের হাসিখুশি মনোভাবের জন্যও। তাছাড়া বিশেষভাবে মনে রাখবেন একজন লিওনেল মেসি! বার্সিলোনাতে ক্যারিয়ারে যতগুলো গোল করেছেন, তাতে সবচেয়ে বেশি অবদান যে এই আলভেজেরই। ন্যু- ক্যাম্প ছিল তার শুধুই উপভোগের। নতুন ক্লাব জুভেন্টাসের জার্সিতে কেমন কাটবে ৩৩ বছর বয়সী এই ব্রাজিলিয়ানের?
×