ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

চার লেনে উন্নীত করা হবে ঢাকা আরিচা মহাসড়ক ॥ ও. কাদের

প্রকাশিত: ০৫:১৮, ৪ জুন ২০১৬

চার লেনে উন্নীত করা হবে ঢাকা আরিচা মহাসড়ক ॥ ও. কাদের

নিজস্ব সংবাদদাতা, মানিকগঞ্জ ॥ সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, সাভারের নবীনগর থেকে ঢাকা-আরিচা মহাসড়কের মানিকগঞ্জের পাটুরিয়া ঘাট পর্যন্ত দুই লেনের মহাসড়কটি চার লেনে উন্নীত করা হবে। আগামী সেপ্টেম্বর মাসে এর সম্ভাব্যতা যাচাইয়ের কাজ করবে এডিবি। তিনি শুক্রবার দুপুরে পাটুরিয়া ফেরিঘাট এলাকায় সড়ক ও জনপথের প্রায় চার কোটি টাকা ব্যয়ে নবনির্মিত পরিদর্শন বাংলো পদ্মা-যমুনার উদ্বোধনকালে এসব কথা বলেন। উদ্বোধনকালে মধ্যে উপস্থিত ছিলেন, স্থানীয় সংসদ সদস্য এএম নাঈমুর রহমান দুর্জয়, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সচিব এমএএন সিদ্দিক, সওজের প্রধান প্রকৌশলী ইবনে আলম হাসান, ঢাকা সড়ক সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী সবুজ উদ্দিন খান, জেলা প্রশাসক রাশিদা ফেরদৌস, পুলিশ সুপার মাহফজুর রহমান, সওজের মানিকগঞ্জের নির্বাহী প্রকৌশলী মহিবুল হক, জেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাডভোকেট গোলাম মহীউদ্দিনসহ স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ। চলতি বছরের বাজেট নিয়ে বিএনপির প্রতিক্রিয়ায় মন্ত্রী বলেন, সরকার বিরোধীরা সব সময়ই বাজেটকে গণবিরোধী হিসেবে আখ্যায়িত করে। আর বিএনপি বরাবরই বাজেটকে গণবিরোধী বলে আসছে। পরিবহনের চাঁদাবাজির বিষয়ে মন্ত্রী বলেন, চাঁদাবাজির বিষয়ে সরকারের মনোভাব কঠোর। এর সঙ্গে জড়িতদের কাউকে ছাড় দেয়া হবে না। তিনি আসন্ন ঈদের প্রস্তুতি সম্পর্কে অন্য বছরের তুলনায় এবার রাস্তার অবস্থা ভাল বলে ভোগান্তি মাত্রা সহনীয় বলে জানান। ইউপি নির্বাচন নিয়ে এক প্রশ্নের জবাবে সেতুমন্ত্রী বলেন, দলীয় প্রতীকের প্রথম নির্বাচন এবং অতিমাত্রায় বিদ্রোহী প্রার্থী থাকার কারণেই নির্বাচনে সহিংসতার ঘটনা ঘটেছে। ভবিষ্যতে বিদ্রোহের প্রবণতা কমে যাবে। কারণ যারা দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে বিদ্রোহী প্রার্থী হয়েছেন এবং যারা তাদের উস্কানি দিচ্ছেন তাদের বিরুদ্ধে প্রধানমন্ত্রী অত্যন্ত কঠোর অবস্থানে। প্রধানমন্ত্রীর নির্দেশ অনুযায়ী তাদের তালিকা তৈরি হচ্ছে। তারা শীঘ্রই টের পাবে বিদ্রোহী করা এবং উস্কানি দেয়ার পরিণতি কি হয়। সড়ক দুর্ঘটনা প্রসঙ্গে মন্ত্রী বলেন, ঢাকা-আরিচা মহাসড়ক ছিল প্রতিদিনের মরণ ফাঁদ। দুর্ঘটনা বন্ধ হয়েছে। এখন যেসব দুর্ঘটনা হচ্ছে, তার বেশির ভাগই মহাসড়কে অটোবাইক ও হ্যালোবাইক চলাচলের কারণে। এসব যানবাহনে না উঠতে যাত্রীদের আহ্বান জানান মন্ত্রী।
×