ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

জুলহাসের পরিবারকে ওবামার চিঠি

প্রকাশিত: ০৮:১১, ৩ জুন ২০১৬

জুলহাসের পরিবারকে ওবামার চিঠি

জনকণ্ঠ ডেস্ক ॥ জুলহাস মান্নানের মৃত্যুতে শোক জানিয়ে তার পরিবারকে চিঠি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। বৃহস্পতিবার জুলহাসের বড় ভাই মিনহাজ মান্নানের হাতে ওই চিঠি দেন বাংলাদেশে ইউএসএআইডির মিশন হেড ইয়ানিনা জারজালস্কি। খবর ওয়েবসাইটের। গত ২৫ এপ্রিল রাজধানীর কলাবাগানে খুন হন জুলহাস মান্নান ও তার বন্ধু নাট্যকর্মী মাহবুব রাব্বী তনয়। চিঠিতে ওবামা লিখেছেন, ‘জুলহাসের মৃত্যুতে মিশেল ও আমি আপনাদের দুঃখ ও বিষাদের অংশীদার। আমরা অন্তরের অন্তস্থল থেকে শোক প্রকাশ করছি। জুলহাসকে হারিয়ে আপনাদের যে বেদনা তা বর্ণনাতীত। সারা বাংলাদেশে একটি অধিকতর ন্যায়সঙ্গত ও সমতাভিত্তিক ভবিষ্যত গড়ায় অঙ্গীকারবদ্ধ ছিলেন জুলহাস। আর সে কাজেই তিনি নিজেকে উৎসর্গ করেছেন। যারা তাকে চিনতেন ও ভালবাসতেন এবং পরিবর্তনের আকাক্সক্ষায় তার কাজ যাদের উজ্জীবিত করেছে, তাদের মাঝে জুলহাসের কীর্তি রয়ে যাবে। জুলহাসের সাহস, অন্যের জন্য তার সহানুভূতি চির জাগরুক হয়ে থাকবে। এটুকু জেনে অন্তত আপনারা সান্ত¡¡না খুঁজে নেবেন। এই চরম দুঃসময়ে আমি আপনাদের পাশে আছি।’ জুলহাসের ভাই মিনহাজ বলেন, ‘চিঠিটি ওবামা স্বাক্ষর করেছেন গত ৫ মে। তবে বৃহস্পতিবার সকালে ইউএসএআইডি কার্যালয়ে চিঠিটি আমার হাতে তুলে দেয়া হয়।
×