ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বাজেটে সাইবার নিরাপত্তায় জোর দেয়া হয়েছে

প্রকাশিত: ০৮:০৫, ৩ জুন ২০১৬

বাজেটে সাইবার নিরাপত্তায় জোর দেয়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ এবারের বাজেটে সাইবার স্পেস ও ইন্টারনেটের নিরাপত্তা নিশ্চিত করার ওপর জোর দেয়া হয়েছে। সরকার থেকে শুরু করে ব্যক্তি পর্যায়ে বিভিন্ন সময় সাইবার ক্রাইমের শিকার হতে হচ্ছে। এখন থেকে রক্ষা পেতে কেন্দ্রীয় মনিটরিং রেগুলেটারি সেল গঠনের প্রস্তাব করা হয় বাজেটে। মোবাইল গ্রাহক সেবার মান ও তাদের সাইবার সুরক্ষার জন্য সাইবার নিরাপত্তা বর্তমানে খুব জরুরী হয়ে পড়েছে। সাইবার নিরাপত্তার জন্য ইতোমধ্যে একটি গাইডলাইন তৈরি করা হয়েছে। গাইডলাইনটি সরকারের অনুমোদনও পেয়েছে। এই গাইডলাইনে সাইবার নিরাপত্তা দেয়ার জন্য কেন্দ্রীয় সংস্থা গঠনের একটি দিকনির্দেশনা দেয়া হয়েছে।
×