ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

জামসেদুর রহমান সজিব

মঞ্চে ঋত্বিক ঘটকের ‘জ্বালা’

প্রকাশিত: ০৬:৪৩, ২ জুন ২০১৬

মঞ্চে ঋত্বিক ঘটকের ‘জ্বালা’

দৃষ্টিপাত নাট্যদলের নতুন প্রযোজনা ঋত্বিক ঘটকের ‘জ্বালা’র উদ্বোধনী মঞ্চায়ন অনুষ্ঠিত হবে আগামী ৩ জুন, শুক্রবার বাংলাদেশ শিল্পকলা একাডেমির স্টুডিও থিয়েটার হলে। নাট্য প্রদর্শনীর উদ্বোধন করবেন বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের সম্মানিত চেয়ারম্যান এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখবেন সম্প্রীতি নাট্য পরিষদের সদস্য সচিব কামাল বায়েজীদ ও নাট্যতীর্থের দলীয় প্রধান তপন হাফিজ। নাটকের কাহিনী সংক্ষেপে জানা যায়, ক্ষুধা, দারিদ্র্য, অভাব-অনটনে মানুষ হয়ে পড়ে যুক্তিহীন। ফলে যে কোন সিদ্ধান্তে সে পৌঁছাতে পারে যে কোনো মুহূর্তে। কিন্তু প্রশ্ন হলো মানুষের জীবনে এই সঙ্কটের সৃষ্টি হয় কেন? তারই উত্তর খুঁজতে গিয়ে দেখা গেছে, মানবগোষ্ঠী দুটি শ্রেণীতে বিভক্ত। এক হলো শোষক, আর হলো শোষিত। এই শোষিত মানুষরাই বেঁচে থাকার জন্য প্রতিনিয়ত লড়াই করছে নানা প্রতিকূলতার বিওুদ্ধে। এমন পটভূমিতে কিংবদন্তি নির্মাতা ঋত্বিক ঘটক রচনা করেছিলেন নাটক ‘জ্বালা’। ঋত্বিক ঘটকের এই ‘জ্বালা’ নাটকটি রচিত হয়েছিল ১৯৫০ সালে। তবে অর্ধশতাব্দীকাল পর নাটকটি মঞ্চে আনছে দৃষ্টিপাত নাট্যদল। নাটকটির মঞ্চ পরিকল্পনা ও নিদের্শনা দিয়েছেন অভিজিৎ সেনগুপ্ত। সুর ও আবহ- পরিমল মজুমদার, পোশাক- ড. আইরীন পারভীন লোপা, আলো- হেনড্রী সেন, কোরিওগ্রাফি- সামিউন জাহান দোলা, রূপসজ্জা- শুভাশীষ দত্ত তন্ময়। এই নাটকে অভিনয় করেছেন- সুমী ইসলাম, মারুফ ইসলাম, আবদুল হালিম আজিজ, রাকিব হোসেন ইভন, অভিজিৎ সেনগুপ্ত ও সুনীল কুমার দে।
×