ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সংসদের শুরুতে শোক প্রস্তাব নিয়ে আলোচনা

প্রকাশিত: ০৫:৪৪, ২ জুন ২০১৬

সংসদের শুরুতে শোক প্রস্তাব নিয়ে আলোচনা

সংসদ রিপোর্টার ॥ সংসদের বাজেট অধিবেশন শুরু হয়েছে। এ অধিবেশন চলবে ২৮ জুলাই পর্যন্ত। বুধবার বিকেল ৫টায় ডেপুটি স্পীকার এ্যাডভোকেট মোঃ ফজলে রাব্বী মিয়ার সভাপতিত্বে অধিবেশন শুরু হয়। আজ বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টায় অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত ২০১৬-১৭ অর্থবছরের বাজেট পেশ করবেন। এটি বাংলাদেশের ৪৫তম এবং আওয়ামী লীগ সরকারের ১৭তম বাজেট। আর অর্থমন্ত্রী হিসেবে আবুল মাল আবদুল মুহিতের দশম বাজেট। অধিবেশনে সদ্য প্রয়াত সমাজকল্যাণ প্রতিমন্ত্রী প্রমোদ মানকিনসহ বেশ ক’জন বিশিষ্ট ব্যক্তির মৃত্যুতে উত্থাপিত শোক প্রস্তাব সর্বসম্মতিক্রমে গৃহীত হয়। প্রমোদ মানকিনের মৃত্যুতে আনীত শোক প্রস্তাবের ওপর আলোচনায় অংশ নিয়ে সংসদ নেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, কিছু মানুষের মৃত্যু সমাজের জন্য অপূরণীয় ক্ষতি হয়। প্রমোদ মানকিন ছিলেন সহজ, সরল স্বভাবের একজন ভাল মানুষ। তিনি খুব সংস্কৃতিমনা ও অত্যন্ত অমায়িক মানুষ ছিলেন। নিজের নির্বাচনী এলাকায় তিনি খুব জনপ্রিয় ছিলেন। ধর্ম বর্ণ নির্বিশেষে সবার কাছে তাঁর গ্রহণযোগ্যতা ছিল। দলের জন্যও তিনি ছিলেন একজন নিবেদিত প্রাণ। প্রধানমন্ত্রী বলেন, জাতীয় আন্তর্জাতিকভাবে বাংলাদেশের ভাবমূর্তি গড়ে তোলায় প্রমোদ মানকিন বিশেষ অবদান রেখে গেছেন। মৃত্যুর কিছুদিন আগে থেকে তিনি চিকিৎসা নিতে চাইতেন না। বিদেশ থেকে দেশে ফিরতে চেয়েছিলেন। আমি যখন শুনলাম তখন তাঁকে বলেছিলাম আপনি চিকিৎসা নেন। আগে সুস্থ হোন তারপর কাজ করতে পারবেন। সমাজ সেবক ও রাজনীতিবিদ হিসেবে তিনি মানুষের সেবা করেছেন অক্লান্তভাবে। তিনি বলেন, দুইবার মন্ত্রী থাকা অবস্থায় তিনি অত্যন্ত সততা ও সুনামের সঙ্গে দায়িত্ব পালন করেছেন। তাঁর মৃত্যুতে আমরা দলের একজন একনিষ্ঠ নেতা হারিয়েছি। শোক প্রস্তাবের ওপর আরও আলোচনা করেন বিরোধী দলীয় নেতা বেগম রওশন এরশাদ, সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী, সুরঞ্জিত সেনগুপ্ত, ড. আবদুর রাজ্জাক, অর্থ প্রতিমন্ত্রী এম এ মান্নান, মোহাম্মদ মোসলেম উদ্দিন, অধ্যাপক ডা. এম আমানউল্লাহ, সানজিদা খানম, জাসদের শিরীন আখতার, জাপার কাজী ফিরোজ রশীদ, এলজিইডি প্রতিমন্ত্রী মশিউর রহমান রাঙ্গা ও স্বতন্ত্র সংসদ সদস্য আবদুল মতিন। এ অধিবেশন চলবে ২৮ জুলাই পর্যন্ত ॥ এর আগে সংসদের কার্য উপদেষ্টা কমিটি বৈঠকে আগামী ২৮ জুলাই পর্যন্ত বাজেট অধিবেশন চালানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে। এই অধিবেশন ঈদ-উল-ফিতর উপলক্ষে ১ জুলাই থেকে ১৬ জুলাই পর্যন্ত মুলতবি থাকবে। তবে প্রয়োজনবোধে স্পীকার এ সময় বাড়াতে বা কমাতে পারবেন। বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টায় অধিবেশন শুরু হবে। রমজানের সময় অধিবেশন শুরু হবে সকাল সাড়ে ১০টায়। সংসদ অধিবেশন চালানো এবং বেসরকারী দিবসকে সরকারী দিবস হিসেবে গণ্য করার ব্যাপারে স্পীকারকে সিদ্ধান্ত নেয়ার ক্ষমতা দেয়া হয়েছে। স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরীর অসুস্থতায় ডেপুটি স্পীকার ফজলে রাব্বী মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে কমিটির সদস্য সংসদ নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ, প্রধানমন্ত্রীর বিশেষ দূত ও জাপা চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ, আমির হোসেন আমু, শেখ ফজলুল করিম সেলিম, সুরঞ্জিত সেনগুপ্ত, আবুল হাসানাত আব্দুল্লাহ, চীফ হুইপ আ স ম ফিরোজ, মইন উদ্দীন খান বাদল এবং আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক উপস্থিত ছিলেন। বিশেষ আমন্ত্রণে অংশ নেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। অধিবেশনের শুরুতে এমপিদের অভিনন্দন জানিয়ে স্বাগত বক্তব্য রাখেন ডেপুটি স্পীকার। সভাপতিম-লীর মনোনয়ন ॥ এদিকে অধিবেশনের শুরুতে স্পীকার নিয়ম অনুযায়ী সভাপতিম-লীর সদস্য মনোনয়ন প্রদান করেন। এবার ৫ সদস্যের সভাপতিম-লী মনোনীত করা হয়েছে। মনোনীতরা হলেন- অধ্যাপক আলী আশরাফ, এবি তাজুল ইসলাম, ওয়ারেসাত হোসেন বেলাল, জাতীয় পার্টির ফখরুল ইমাম এবং আওয়ামী লীগের সংরক্ষিত সদস্য সানজিদা খানম।
×