ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০২ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১

প্রাইভেট প্লেসমেন্ট ছাড়বে ইউনাইটেড এয়ার

প্রকাশিত: ০৪:২৫, ২ জুন ২০১৬

প্রাইভেট প্লেসমেন্ট ছাড়বে ইউনাইটেড এয়ার

প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ইউনাইটেড এয়ারওয়েজের শেয়ার ইস্যুর প্রস্তাব অনুমোদন করেছে বাংলাদেশ সিকিউরিটিজ এ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। বুধবার কমিশনের ৫৭৫তম সভায় এ প্রস্তাব অনুমোদন করা হয়। এই অনুমোদনের ফলে কোম্পানিটি ৪০ কোটি সাধারণ শেয়ার অভিহিত মূল্যে প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে ৪০০ কোটি ৮০ লাখ টাকা সংগ্রহ করতে পারবে। প্রাইভেট প্লেসমেন্টের যেসব কোম্পানিকে শেয়ার ইস্যুর প্রস্তাব করা হয়, সেগুলো হলো- সুইফট এয়ার কারগো, ফিনিক্স এয়ারক্র্যাফট লিজিং ও টিএসি এভিয়েশন। ইউনাইটেড এয়ার এই অর্থ বিমান ক্রয় ও সংশ্লিষ্ট বর্তমান দায় পরিশোধের কাজে ব্যবহার করবে। কোম্পানিটির ইস্যু ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছে আইসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেড। -অর্থনৈতিক রিপোর্টার লভ্যাংশ পাঠিয়েছে পূবালী ব্যাংক পুঁজিবাজারে তালিকাভুক্ত পূবালী ব্যাংক ৩১ ডিসেম্বর, ২০১৫ সমাপ্ত হিসাব বছরের লভ্যাংশের টাকা বিনিয়োগকারীদের ব্যাংক হিসাবে পাঠিয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্র জানায়, ব্যাংকটি বাংলাদেশ ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার নেটওয়ার্কের (বিইএফটিএন) মাধ্যমে গত ২২ মে লভ্যাংশ পাঠিয়েছে। উল্লেখ্য, সমাপ্ত হিসাব বছরে পূবালী ব্যাংক শেয়ারহোল্ডারদের জন্য ১২ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। -অর্থনৈতিক রিপোর্টার
×