ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ০৭ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১

দাবা ফেডারেশনের নির্বাচন সম্পন্ন

প্রকাশিত: ০৫:৫৬, ১ জুন ২০১৬

দাবা ফেডারেশনের নির্বাচন সম্পন্ন

স্পোর্টস রিপোর্টার ॥ বাংলাদেশ দাবা ফেডারেশনের বহুল আলোচিত নির্বাচন অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার। ক্ষমতাসীন সমমনা দাবা পরিষদ ও সম্মিলিত দাবা পরিষদÑ মূলত এই দুটি প্যানেলের মধ্যেই নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু সোমবার জাতীয় ক্রীড়া পরিষদ কর্তৃক মনোনীত নির্বাচন কমিশনার চূড়ান্ত কাউন্সিলর তালিকা প্রণয়নে অনিয়ম ও পক্ষপাতিত্বের প্রতিবাদে সম্মিলিত দাবা পরিষদ নির্বাচন বর্জনের সিন্ধান্ত নেয়ায় স্বাভাবিকভাবেই নিরঙ্কুশ ও পূর্ণ প্যানেলে বিজয় অর্জন করে সম্মিলিত দাবা পরিষদ। নির্বাচনে ৯৫ ভোটের মধ্যে ৭৯ ভোট কাস্টিং হয়। আর তাদের ভোটেই সহ-সভাপতি, সাধারণ সম্পাদক ও সদস্য পদে মোট ২৩ জন নির্বাচিত হন। কোষাধ্যক্ষ পদে সমমনা পরিষদের মাহির আলী খান বিনা প্রতিদ্বন্দ্বিতায় আগেই নির্বাচিত হওয়ায় এই পদে নির্বাচন অনুষ্ঠিত হয়নি। যারা বিজয়ী হলেন : সহ-সভাপতি পদে গাজী সাইফুল তারেক (৭৯ ভোট), কে এম শহীদউল্যা (৭৭), তরফদার মোঃ রুহুল আমিন (৭৭) এবং চৌধুরী নাফিজ শারাফাত (৭৫); সাধারণ সম্পাদক পদে সৈয়দ শাহাবুদ্দিন শামীম (৭৬); কোষাধ্যক্ষ পদে মাহির আলী খান (বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত); যুগ্ম-সম্পাদক পদে মনিরুজ্জামান পলাশ (৭৬) এবং মাসুদুর রহমান মল্লিক দিপু (৭৬); সদস্য পদে কামরুজ্জামান ভুঁইয়া (৭৮), ইঞ্জিনিয়ার মোঃ মেহেদী হাসান (৭৮), নিজামুল ইসলাম খান (৭৮), লিয়াকত আলী খান (৭৮), কাজী জাকেরুল মওলা (৭৮), রাশেদ হোসেন ফারুক (৭৮), বেলাল হোসেন (৭৮), আনজুমান আরা আকসির (৭৮), রফিকুল ইসলাম (৭৮), জাকির আহমেদ (৭৮), বাহার উদ্দিন বাহার (৭৭), আলাউদ্দিন সাজু (৭৭), নাজাম নাকভী (৭৭), দেবাশীষ দে (৭৬), শেখ মনিরুল ইসলাম আলমগীর (৭৬) ও ডাঃ মনিরুল ইসলাম (৭৫) প্রাথমিকভাবে নির্বাচিত হন।
×