ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

আড়াইহাজারে রনি হত্যা মামলার প্রধান আসামি নজরুল গণপিটুনিতে নিহত

প্রকাশিত: ০৮:২৪, ৩১ মে ২০১৬

আড়াইহাজারে রনি হত্যা মামলার প্রধান আসামি নজরুল গণপিটুনিতে নিহত

নিজস্ব সংবাদদাতা, নারায়ণগঞ্জ, ৩০ মে ॥ না’গঞ্জের আড়াইহাজারে একাধিক হত্যাসহ আটটি মামলার আসামি সন্ত্রাসী নজরুল ইসলাম (৩২) গণপিটুনিতে নিহত হয়েছে। নজরুল ইসলাম নরসিংদী সরকারী কলেজের জিএস রনি হত্যা মামলার প্রধান আসামি ছিল বলে নিশ্চিত করেছেন আড়াইহাজার থানার ওসি। সে নরসিংদী ও আড়াইহাজার থানা পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী। ঘটনাটি ঘটেছে সোমবার রাত সাড়ে আটটায় কালামেরকান্দি এলাকায়। পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, আড়াইহাজার থানার গোপালদি বাজারের কালামেরকান্দিতে রাত সাড়ে আটটায় নজরুল ইসলাম অন্য সন্ত্রাসীদের নিয়ে বৈঠক বসে। খবর পেয়ে কালামেরকান্দির লোকজন ঘেরাও করে গণপিটুনি দেয়। অন্যরা পালিয়ে গেলেও নজরুল গণপিটুনিতে নিহত হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। নিহত নজরুল ইসলাম নরসিংদী জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক বলে তার পারিবারিক সূত্র জানায়। সে ছিল লক্ষ্মীবরদীর আবুল হোসেন টুকুর ছেলে। স্থানীয় বাসিন্দারা জানায়, নজরুল ইসলামের সন্ত্রাসী কর্মকা-ে কালামেরকান্দি লোকজন অতিষ্ঠ হয়ে পড়েছিল। আড়াইহাজার থানার ওসি সাখাওয়াত হোসেন জানান, নিহত নজরুলের বিরুদ্ধে নরসিংদী সদর থানায় হত্যা ও চাঁদাবাজিসহ পাঁচটি এবং আড়াইহাজার থানায় একটি হত্যাসহ তিনটি মামলা রয়েছে। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করেছে। তিনি আরও জানান, নজরুল নরসিংদীতে তার শ্বশুর বাড়িতে বসবাস করত। মাঝেমধ্যেই আড়াইহাজারে এসে চাঁদাবাজি করত। এ কারণে এলাকাবাসী তার অত্যাচারে অতিষ্ঠ ছিল। সে গণপিটুনিতে নিহত হয়েছে। তবে রাত সোয়া এগারোটা পর্যন্ত কেউ মামলা দিতে থানায় আসেনি। উল্লেখ্য, ২০১১ সালের ১৫ মার্চ নরসিংদী কলেজ শাখার ছাত্রদলের সভাপতি ও নরসিংদী সরকারী কলেজের জিএস রনিকে হত্যা করা হয়। নিহত নজরুল এ হত্যা মামলার প্রধান আসামি ছিল।
×