ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

লাকসাম পৌরসভার বাজেট ঘোষণা

প্রকাশিত: ০৩:৫৮, ৩০ মে ২০১৬

লাকসাম পৌরসভার বাজেট ঘোষণা

সংবাদদাতা, লাকসাম, কুমিল্লা ॥ লাকসাম পৌরসভার ২০১৬-১৭ অর্থবছরের প্রায় ৭৮ কোটি টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। পৌরসভার অডিটরিয়াম কক্ষে রবিবার দুপুরে পৌর মেয়র অধ্যাপক মোঃ আবুল খায়ের এক সংবাদ সম্মেলনে এ বাজেট ঘোষণা করেন। এ সময় উপস্থিত ছিলেন- লাকসাম প্রেসক্লাবের সভাপতি তাবারক উল্যাহ কায়েস, পৌর সচিব মোঃ আলাউদ্দিন। এবারের বাজেটে সর্বোচ্চ আয় ধরা হয়েছে ৭৭ কোটি ৩৬ লাখ ৮০ হাজার ৮শ’ ৯০ টাকা এবং ব্যয় ধরা হয়েছে ৭৬ কোটি ৪০ লাখ ২৫ হাজার টাকা। উদ্বৃত্ত ধরা হয়েছে ৯৬ লাখ ৫৫ হাজার ৮শ’ ৯০ টাকা। বাজেটে রাজস্ব আয় ধরা হয়েছে ১৫ কোটি ৬২ লাখ ৬৯ হাজার ৫শ’ ৮০ টাকা, রাজস্ব ব্যয় ধরা হয়েছে ১৫ কোটি ১৫ হাজার টাকা এবং রাজস্ব উদ্বৃত্ত ধরা হয়েছে ৬২ লাখ ৫৪ হাজার ৫শ’ ৮০ টাকা। এছাড়াও সরকার ও বিভিন্ন প্রকল্প খাতে উন্নয়ন আয় ধরা হয়েছে ৬০ কোটি ২১ লাখ ৮ হাজার ৫শ’ ৪০ টাকা এবং ব্যয় ধরা হয়েছে ৬০ কোটি ১০ হাজার টাকা।
×