ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বাংলাদেশ ॥ নিম্ন মধ্যম আয়ের দেশের তালিকায় উত্তরণ

প্রকাশিত: ০৬:৪৮, ২৯ মে ২০১৬

বাংলাদেশ ॥ নিম্ন মধ্যম আয়ের দেশের তালিকায় উত্তরণ

উন্নয়নের অগ্রযাত্রায় বাংলাদেশ এখন বিশ্বের নিম্ন মধ্যম আয়ের দেশের তালিকায় স্থান করে নিয়েছে। অর্থনৈতিক ও সামাজিক খাতে সামষ্টিক অর্থনীতির প্রধান বিষয় মোট দেশজ আয়, প্রবৃদ্ধি, রফতানি আয়, কর্মসংস্থান, রেমিটেন্স বৃদ্ধি ও মূল্যস্ফীতি হ্রাস এবং সামাজিক খাতের দারিদ্র্য নিরসন, শিক্ষা, স্বাস্থ্য, নারী ও শিশু নিরাপত্তায় অগ্রগতি এবং খাদ্য নিরাপত্তা অর্জনে সরকারের সাফল্য অভূতপূর্ব। জাপান এক্সটার্নাল ট্রেড অর্গানাইজেশনের (জেটরো) মতে, বিনিয়োগের ক্ষেত্রে বাংলাদেশ দ্বিতীয় পছন্দের তালিকায় রয়েছে। এ ছাড়া প্রাইসওয়াটারহাউস কুপারসের মতে, বাংলাদেশ ২০৫০ সালের মধ্যেই পরিণত হবে পৃথিবীর ২৩তম বৃহত্তর অর্থনীতিতে এবং পেছনে ফেলবে মালয়েশিয়া ও অস্ট্রেলিয়াকে, যা আমাদের অত্যন্ত উজ্জীবিত করে। বাংলাদেশের অর্থনীতি এখন জিডিপির ভিত্তিতে বিশ্বে ৪৫তম এবং ক্রয়ক্ষমতার ভিত্তিতে ৩৩তম স্থান অধিকার করেছে। বর্তমানে মাথাপিছু আয় হয়েছে ১ হাজার ৩১৪ ডলারে। রাজস্ব আয় বৃদ্ধি, উন্নয়ন খাতে অর্থায়ন, অনুন্নয়ন খাতের ব্যয় নিয়ন্ত্রণ ও ঋণ গ্রহণে ভারসাম্য রক্ষার মাধ্যমে সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতা রক্ষাসহ উচ্চতর প্রবৃদ্ধি অর্জনের দিকে বিশেষ নজর দেয়া হয়। সরকারী বিনিয়োগের ক্ষেত্রে প্রাধান্য পেয়েছে বিদ্যুত, জ্বালানি, যোগাযোগ এবং সামাজিক নিরাপত্তা কর্মসূচীর মতো ভৌত ও সামাজিক অবকাঠামো বিনির্মাণের বিষয়গুলো। রাজস্ব সংগ্রহ ব্যবস্থাপনায় নেয়া বিভিন্ন প্রশাসনিক ও আইনী সংস্কার, জনবল বৃদ্ধি, অটোমেশন পদ্ধতি প্রবর্তন ইত্যাদি পদক্ষেপ রাজস্ব আহরণে বিশেষ অবদান রাখে। দেশের ব্যক্তি খাতের বিনিয়োগকে প্রয়োজনীয় নীতিগত সহায়তা ও বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিত করার ফলে উৎপাদনশীলতা ও রফতানি আয় বৃদ্ধি পেয়েছে। সার্বিক জাতীয় প্রবৃদ্ধিতে শিল্পের অংশীদারিত্ব বৃদ্ধির লক্ষ্যমাত্রা অর্জনে ব্যক্তি খাতের বিনিয়োগ বৃদ্ধির জন্য প্রয়োজনীয় নীতি সহায়তা প্রদান, ক্ষুদ্র ও মাঝারি শিল্পে অধিক গুরুত্ব দেয়া এবং শিল্প খাতে উৎপাদন বৃদ্ধির জন্য সংশ্লিষ্ট ব্যক্তিদের দক্ষতা উন্নয়নের উদ্যোগ নেয়া হচ্ছে।দারিদ্র্যবান্ধব নীতি ও পরিকল্পিত কর্মসূচীর কারণে বাংলাদেশে খাদ্যাভাব এখন অতীতে পরিণত হয়েছে। সরকার দেশের দরিদ্র জনগোষ্ঠীর জন্য সুলভ মূল্যে খাদ্য সরবরাহের পাশাপাশি তাদের আর্থ-সামাজিক অবস্থার উন্নয়নে নানামুখী আয়বর্ধক কর্মসূচী বাস্তবায়ন করছে। তুলনামূলকভাবে অতি দারিদ্র্যপীড়িত এলাকাসহ (উত্তরাঞ্চল, উপকূলবর্তী এলাকা ও যমুনা-ব্রহ্মপুত্রের চরাঞ্চল ইত্যাদি) সারাদেশের মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে ‘অতি-দরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচী’ নামে একটি প্রকল্প বাস্তবায়ন করা হয়। গবেষণাগারে ‘পাটের জীবন রহস্য’ উন্মোচিত হয়েছে। এরই ধারাবাহিকতায় বিজ্ঞানীরা পাটের কাণ্ড পচা রোগসহ পাঁচ শতাধিক উদ্ভিদ বিধ্বংসী রোগের জন্য দায়ী ছত্রাকের জীবন রহস্য আবিষ্কারের পথে রয়েছেন। বাংলাদেশ খাদ্যশস্য বিশেষত চাল উৎপাদনে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছে। কৃষির অন্যান্য খাতেও রয়েছে বিপুল সাফল্য। এ সময়ে বিশ্ববাজারে পাট ও পাটজাত পণ্যের রফতানি উল্লেখযোগ্য হারে বেড়েছে। আর্থ-সামাজিক উন্নয়নের অনুকূলে মানসম্মত সড়ক অবকাঠামো গড়ে তোলার লক্ষ্যে ব্যাপক কর্মসূচী বাস্তবায়ন করছে সরকার। ৭৫০ মিটার দীর্ঘ দ্বিতীয় তিস্তা সেতু, ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক চার লেনে উন্নীতকরণ, ঢাকা ও চট্টগ্রাম শহরে ফ্লাইওভার নির্মাণসহ উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নের শেষ পর্যায়ে রয়েছে। ঢাকায় এলিভেটেড এক্সপ্রেসওয়ে এবং মেট্রোরেল নির্মাণের কাজ চলছে। হাতিরঝিল প্রকল্প ঢাকা শহরে একটি সুন্দরতম অবকাঠামো আবেষ্টনী তৈরি করেছে। নিকুঞ্জ-বনানী-মিরপুর-পূর্বাঞ্চল সংযুক্ত উড়াল সেতুগুলো উন্নয়নের দৃশ্যমান মাইলফলক সৃষ্টি করেছে। প্রায় ২৮ হাজার কোটি টাকা ব্যয়ে নিজস্ব অর্থায়নে দেশের ইতিহাসের বহত্তম নির্মাণ প্রকল্প পদ্মা সেতুর মূল পাইলিংয়ের কাজ চলছে। ২০১৮ সালের মধ্যে পদ্মা সেতু দিয়ে যানবাহন চলাচল করবে। রেল যোগাযোগ ব্যবস্থার ব্যাপক সংস্কারের লক্ষ্যে ২০ বছর মেয়াদী একটি রেলওয়ে মাস্টার প্ল্যান গ্রহণ করা হয়েছে। ডিজিটাল বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্য কার্যত এরই মধ্যে অর্জিত হয়েছে। বাংলাদেশে এখন মোবাইল সিম গ্রাহকের সংখ্যা ১৩ কোটির বেশি। ইন্টারনেট গ্রাহক ৫ কোটি ৭ লাখ ৭ হাজারের বেশি। ইউনিয়ন পরিষদ, সিটি কর্পোরেশন ও পৌরসভার ওয়ার্ডগুলোয় বর্তমানে মোট ৫ হাজার ২৭৫টি ‘ডিজিটাল সেন্টার’ কাজ করছে, যা থেকে গড়ে ৪০ লক্ষাধিক মানুষ সেবা গ্রহণ করছে। সর্বস্তরের জনগণের হাতের মুঠোয় তথ্য পৌঁছে দেয়ার লক্ষ্যে ২৫ হাজার অফিসের পোর্টাল নিয়ে প্রস্তুতকৃত বাংলাদেশের ‘জাতীয় তথ্য বাতায়ন’ বিশ্বের সর্ববৃহৎ তথ্য পোর্টাল হিসেবে স্বীকৃতি পেয়েছে।
×