ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

দুর্ঘটনায় হত ১

রাজধানীতে বিদ্যুতস্পৃষ্ট হয়ে মাংস বিক্রেতার মৃত্যু

প্রকাশিত: ০৮:২১, ২৮ মে ২০১৬

 রাজধানীতে বিদ্যুতস্পৃষ্ট হয়ে মাংস বিক্রেতার মৃত্যু

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীর মিরপুরে বিদ্যুতস্পৃষ্ট হয়ে মাংস বিক্রেতার মৃত্যু হয়েছে। গাবতলীতে সড়ক দুর্ঘটনায় এক ব্যক্তি নিহত হয়েছে। শুক্রবার পুলিশ ও মেডিক্যাল সূত্রে এ তথ্য জানা গেছে। স্থানীয় সূত্র জানায়, মিরপুরে বিদ্যুতস্পৃৃষ্ট হয়ে আরজু মিয়া (২৪) নামে এক মাংস বিক্রেতার মৃত্যু হয়েছে। তার বাবার নাম আব্দুল রহিম মিয়া। তিনি মিরপুর ১৩ নম্বর সেকশনের কেন্দ্রীয় জামে মসজিদ এলাকায় থাকতেন। সেখানেই তার মাংসের দোকান। আরজু মিয়ার দোকানের পার্শ্ববর্তী দোকানের এক ব্যবসায়ী জানান, বৃহস্পতিবার সকালে আরজু মিরপুর ১৩ নম্বর সেকশনের কেন্দ্রীয় জামে মসজিদ সংলগ্ন তার মাংসের দোকানে সকালে কাজ করছিলেন। এ সময় দোকানেই তিনি বিদ্যুতস্পৃষ্ট হন। পরে তাকে উদ্ধার করে সকাল আটটার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরী বিভাগে নেয়া হয়। এ সময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সড়ক দুঘর্টনায় নিহত এক ॥ গাবতলীতে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত (৪৫) এক ব্যক্তির মৃত্যু হয়েছে। দারুস সালাম থানার এসআই নওশের আলী জানান, শুক্রবার সকাল আটটার দিকে গাবতলী গরুর হাটের সামনের রাস্তায় একটি গাড়ি ওই ব্যক্তিকে চাপা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান। পুলিশ পরে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে পাঠায়। আশপাশের লোকজন জানিয়েছেন, তিনি ওই এলাকায় ভিক্ষাবৃত্তি করতেন। তবে তার নাম কেউ বলতে পারেনি।
×