ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

ইব্রাহিম নোমান

সবচেয়ে বড় ফুল বাগান

প্রকাশিত: ০৭:৪২, ২৮ মে ২০১৬

সবচেয়ে বড় ফুল বাগান

এক একটা ফুল ফোটে, আর ছন্দময় হয়ে ওঠে পৃথিবী! ফুল পছন্দ করে না এমন মানুষ পাওয়া খুবই কঠিন। বাড়ির আঙিনায় ফুলের বাগান করা অনেকেরই শখ। কেউ আবার জায়গার অভাবে এক চিলতে বারান্দা বা ছাদই বেছে নেন তবুও বাগান করতেই হবে। আমাদের অনেক শৌখিন প্রকৃতিপ্রেমীর রয়েছে বড় বড় ফুল বাগান। তবে সব বাগানকেই হার মানাবে ‘দুবাই মিরাকল গার্ডেন’। বিশাল এই বাগানের এরিয়ার মধ্যে রয়েছে ওপেন পার্কিং সিস্টেম, ভিআইপি পার্কিং সিস্টেম, সিটিং এরিয়া, হেলিকপ্টার ল্যান্ডিং এর জায়গা থেকে শুরু করে যাবতীয় সবকিছু। মরুভূমির মধ্যে বাগান বলেই এটি বিখ্যাত নয়, এই ফুলের বাগানটি হলো বর্তমান বিশ্বের সবচেয়ে বড় প্রাকৃতিক ফুলের বাগান। প্রকৃতিপ্রেমীদের কাছে এটি এক স্বর্গক্ষেত্র। আয়তনের দিক থেকে ফুল বাগানটি প্রায় ৭২ হাজার বর্গমিটার। রয়েছে ৪৫ মিলিয়নেরও বেশি ফুল। সেসব ফুলের অনেকগুলোই এ বাগানে প্রথম লাগানো। বাগানটি সাজানো হয়েছে নানা রকম রঙিন ফুলের গাছ দিয়ে। ফুলগাছগুলোকে তারা, হৃদপি , গাড়ি, ইগলু, বরফের ঘর, পিরামিডসহ বিভিন্ন আকৃতি দেয়া হয়েছে যা ঋতুভিত্তিক রং বদলায়। এই বাগানের ফুলের ঘড়ি এরই মধ্যে গিনেস বুকে নাম লেখিয়েছে বিশ্বের সবচেয়ে বড় ফুলের ঘড়ি হিসেবে। এখানে ফুলের সবচেয়ে বড় ঘড়ি ছাড়াও আছে ফুলের সবচেয়ে বড় দেয়াল এবং সবচেয়ে বড় পিরামিড। অসাধারণ এ বাগানটি তৈরি করেছে আকার নামক একটি কোম্পানি। বিশ্বের বৃহত্তম প্রাকৃতিক ফুলের এই বাগানটি দুবাইয়ের অ্যারাবিয়ান রেঞ্জের শেখ মোহাম্মদ জায়েদ সড়কে অবস্থিত।
×