ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

গুজরাটকে বিদায় করে ফাইনালে হায়দরাবাদ

প্রকাশিত: ০৫:৪৮, ২৮ মে ২০১৬

গুজরাটকে বিদায় করে ফাইনালে হায়দরাবাদ

স্পোর্টস রিপোর্টার ॥ ইন্ডিয়ান প্রিমিয়ার লীগের (আইপিএল) ফাইনালে উঠল সানরাইজার্স হায়দরাবাদ। শুক্রবার ডেভিড ওয়ার্নারের ব্যাটিং নৈপুণ্যে গুজরাট লায়ন্সকে ৪ উইকেটে হারিয়ে ফাইনালের টিকেট নিশ্চিত করে তারা। প্রথমে ব্যাট করে এদিন ৭ উইকেটে ১৬২ রান সংগ্রহ করে গুজরাট লায়ন্স। জবাবে ৬ উইকেট হারিয়ে ১৯.২ ওভারেই ১৬৩ রান তুলে ফেলে হায়দরাবাদ। তবে গুজরাটের ছুড়ে দেয়া ১৬৩ রানের জয়ের লক্ষ্যে ব্যাট করতে নামলে শুরুটা ভাল হয়নি হায়দরাবাদের। কোন রান না করেই আউট হন শিখর ধাওয়ান। হেনরিকস (১১) কিংবা যুবরাজ সিংও (৮) ব্যাট হাতে নিষ্প্রভ থাকেন এদিন। তবে একাই লড়াই চালিয়ে যান অধিনায়ক ডেভিড ওয়ার্নার। শেষ পর্যন্ত ৫৮ বলে ৯৩ রানের ঝড়ো ইনিংস খেলে দলকে জয় উপহার দেন তিনি। সেইসঙ্গে ম্যাচ সেরার পুরস্কারও জেতেন এই অস্ট্রেলিয়ান। এদিন ১১ চার ও ৩ ছক্কায় সাজানো ছিল তার ইনিংসটি। অপরাজিত ২৭ রান করে ওয়ার্নারকে সঙ্গ দেন বিপুল শর্মা। গুজরাটের শিভিল কৌশিক এবং ডোয়াইন ব্রাভো ২টি করে উইকেট লাভ করেন। এছাড়া ডোয়াইন স্মিথ ১টি করে উইকেট লাভ করেন। এর আগে দিল্লীর ফিরোজ শাহ কোটলায় টসে জিতে গুজরাট লায়ন্সকে প্রথমে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান হায়দরাবাদের অধিনায়ক ডেভিড ওয়ার্নার। কিন্তু ব্যাট করতে নেমে দলীয় ১৯ রানেই মূল্যবান ২ উইকেট হারিয়ে বিপদে পড়ে গুজরাট। ব্যক্তিগত ৫ রানে ভুবনেশ্বর কুমারের বলে আউট হয়ে সাজঘরে ফিরেন উদ্বোধনী ব্যাটসম্যান একলব্য দ্বিবেদি। এরপর অধিনায়ক সুরেশ রায়নাকে (১) প্যাভিলিয়নের পথ দেখান মুস্তাফিজের পরিবর্তে একাদশে সুযোগ পাওয়া ট্রেন্ট বোল্ট। তবে এ্যারন ফিঞ্চের অর্ধশতকের সৌজন্যে ৭ উইকেটে ১৬২ রান তুলে গুজরাট। গুজরাটের জার্সিতে দ্বিতীয় সর্বোচ্চ ৩২ রান করেন ব্রেন্ডন ম্যাককালাম। এছাড়া দিনেশ কার্তিক ২৬ এবং ২০ রান করেন ডোয়াইন ব্র্যাভো। হায়দরাবাদের ভুবনেশ্বর কুমার ও বেন কাটিং ২টি করে উইকেট লাভ করেন। ট্রেন্ট বোল্ট আর বারিন্দার স্রান ১টি করে উইকেট পান। গুজরাটকে হারানোয় ফাইনালে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর মুখোমুখি হবে হায়দরাবাদ। রবিবার এম চিন্মাস্বামী স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে টুর্নামেন্টের ফাইনাল। ইন্ডিয়ান প্রিমিয়ার লীগে সানরাইজার্স হায়দরাবাদের জার্সিতে শুক্রবারই প্রথম খেলার সুযোগ পাননি মুস্তাফিজুর রহমান। মূলত হ্যামস্ট্রিং সমস্যার কারণেই এদিন একাদশ থেকে ছিটকে পড়েন তিনি। আইপিএল-অভিষেকেই আলো ছড়িয়েছেন ২০ বছরের এই তরুণ। ১৫ ম্যাচ খেলে প্রতিপক্ষের ১৬ উইকেট দখল করেন তিনি। বাংলাদেশের এই কাটার মাস্টারের পারফর্মেন্সে মুগ্ধ ক্রিকেট বিশ্ব। মুস্তাফিজ-বন্দনায় মেতে ওঠেন হায়দরাবাদের অধিনায়ক ওয়ার্নার এবং কোচ টম মুডিও। সতীর্থ ক্রিকেটার থেকে শুরু করে প্রতিপক্ষ দলের খেলোয়াড়দেরও প্রশংসা পেয়েছেন বাংলাদেশের এই প্রতিনিধি।
×