ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

শিশুহত্যা ও নির্যাতন বন্ধের দাবি

চট্টগ্রামে খেলাঘরের সম্মেলন

প্রকাশিত: ০৪:১৭, ২৮ মে ২০১৬

চট্টগ্রামে খেলাঘরের সম্মেলন

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ দেশব্যাপী শিশুহত্যা ও নির্যাতন বন্ধ, বিশ্বমানের শিক্ষা কার্যক্রম চালু এবং পথশিশুদের পুনর্বাসনসহ শিক্ষক শ্যামল ভক্তের ওপর অমানবিক আচরণের ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে খেলাঘর চট্টগ্রাম মহানগর কমিটি। শুক্রবার চট্টগ্রাম নগরীর শহীদ মিনার চত্বরে আয়োজিত খেলাঘর মহানগর কমিটির সম্মেলনে তারা এ দাবি জানান। খেলাঘর সভাপতিম-লীর চেয়ারম্যান অধ্যাপক পান্না কায়সার প্রধান অতিথি থেকে সম্মেলনের উদ্বোধন করেন। উদ্বোধনের পর অতিথিরা শহীদ মিনারে ফুল দিয়ে সব শহীদের প্রতি শ্রদ্ধা জানান। প্রধান অতিথির বক্তব্যে পান্না কায়সার বলেন, মুক্তিযুদ্ধের চেতনা ছাড়া দেশপ্রেমিক নাগরিক গড়ে তোলা সম্ভব নয়। তাই আমাদের শিশু-কিশোরদের মুক্তিযুদ্ধের চেতনায়, আদর্শ ও ঐতিহ্যে বড় করে তুলতে হবে। খেলাঘর বন্ধু জলিল উল্লাহ ও তৃপ্তি শূরের সঞ্চালনায় সম্মেলনের ঘোষণাপত্র পাঠ করেন নাজনীন তাসনিম সিদ্দিকা আলিশা। পরে জাতীয় পতাকা শোভিত বর্ণাঢ্য শোভাযাত্রা নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মুসলিম ইনস্টিটিউট মিলনায়তনে গিয়ে শেষ হয়।
×