ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

মরক্কোর ভেড়া চড়ানো নাজাত এখন ফ্রান্সের শিক্ষামন্ত্রী

প্রকাশিত: ০৬:৪৮, ২৭ মে ২০১৬

মরক্কোর ভেড়া চড়ানো নাজাত এখন ফ্রান্সের শিক্ষামন্ত্রী

মরস্কোর এক দরিদ্র মুসলিম পরিবারে জন্ম নেয়া নাজাত বেল্কাসেম ছোট বেলায় নিজ দেশে ভেড়া চরাতেন। সংসারের টানাপড়েনে বাবা মেয়েটির কোন আশা আকাক্সক্ষাই পূরণ করতে পারতেন না। পড়াশোনার প্রতি আগ্রহী এই মেয়েটি সারাদিন পরিশ্রমের পর সন্ধ্যায় বই নিয়ে বসত। এক সময় আর্থিকভাবে সচ্ছল হওয়ার লক্ষ্যে ফ্রান্সে এসে বসবাস করতে শুরু করেন নাজাতের বাবা। সেখানে নির্মাণ শ্রমিক হিসেবে তাঁর পেশাগত জীবন শুরু করেন মরক্কোর হতদরিদ্র এই মুসলিম নাগরিক। আর্থিকভাবে সফল হওয়ার শুরু থেকেই পুরো পরিবার নিয়ে আসেন ফ্রান্সে নাজাতের বাবা। আর এখন থেকেই উদ্যোগী নাজাতের নতুন জীবন শুরু হয়। ফ্রান্সে এসে মেয়েটির লেখাপড়ার প্রতি বিশেষ মনোযোগ প্রতিনিয়তই বাড়তে থাকে। ২০০২ সালে প্যারিস ইনস্টিটিউট থেকে পলিটিক্যাল স্টাডিজের ওপর কৃতিত্বের সঙ্গে স্নাতক ডিগ্রী লাভ করেন। রাজনীতি শুধু তাঁর বিষয়গত ব্যাপারই ছিল না, এটা ছিল তাঁর জীবন ও আদর্শের এক অবিস্মরণীয় দলিল। সেই বোধ থেকেই তিনি ফ্রান্সের সোস্যালিস্ট পার্টিতে যোগ দেন। তখন থেকেই নাগরিক অধিকার নিয়ে রীতিমতো সোচ্চার ছিলেন মুসলিম এই নারী। তাঁর রাজনৈতিক প্রজ্ঞা, বিপ্লবী প্রত্যয়, মানুষের অধিকার বোধের প্রতি দৃঢ় অঙ্গীকার তাঁকে নিয়ে যায় ফ্রান্সের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দের কাতারে। তাঁর রাজনৈতিক বিচক্ষণতায় তিনি হয়ে যান সোস্যালিস্ট পার্টির উপদেষ্টা। ২০১২ সালটি নাজাত বেল্কাসেমের জীবনে এক অভাবনীয় মোড় পরিবর্তনের এক যুগান্তকারী অধ্যায়। বিস্ময়াতীতভাবে এটাই সত্য যে, ফ্রান্সের সবচেয়ে তরুণ এবং প্রথম মুসলিম এই নারী দেশটার শিক্ষা ও গবেষণা মন্ত্রীর পদ অলঙ্কৃত করেন। নতুন জীবনের দুঃসাহসিক এই অভিযানে নাজাত নিরন্তর সামনের দিকে এগিয়ে যাচ্ছেন। অপরাজিতা ডেস্ক
×