ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ফ্যাশন রানওয়ে

প্রকাশিত: ০৬:৪৪, ২৭ মে ২০১৬

ফ্যাশন রানওয়ে

মঙ্গলবার সন্ধ্যায় দেশী ফ্যাশন, সেরা রূপ বিশেষজ্ঞ ও একঝাঁক মডেল নিয়ে রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত হয় ‘আরটিভি-লাক্স লুকঅ্যাটমি ফ্যাশন রানওয়ে-২০১৬।‘ তৃতীয়বারের মতো আরটিভির উদ্যোগে দেশসেরা তিনজন ফ্যাশন ডিজাইনার এমদাদ হক, শাহরুখ আমিন ও লিপি খন্দকারের বছরের সেরা আউটফিট এবং দেশসেরা বিউটি এক্সপার্ট ফারজানা শাকিল, আফরোজা শারমিন ও তানজিমা শারমিন মিউনি সঙ্গে নিয়ে অনুষ্ঠিত হয় এ ফ্যাশন শো। আরটিভি লাক্স লুকএটমি ফ্যাশন রানওয়ে ২০১৬ নামের অনুষ্ঠানটি মূলত ফ্যাশন ট্রেন্ড ও গ্লামারভিত্তিক অনুষ্ঠান। প্রথমে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন আরটিভির প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ আশিক রহমান। এরপর অনুষ্ঠানে একে একে র‌্যাম্পে হাঁটেন দেশসেরা ৪৫ জন মডেল। প্রথম ফ্যাশন কিউতে ফ্যাশন ডিজাইনার শাহরুখ আমিনের ডিজাইনকৃত পোশাক ও রূপবিশেষজ্ঞ ফারজানা শাকিলের মেকআপে ১৫ জন মডেল স্টেজে হেঁটে বেড়ান। এই কিউর প্রধান আকর্ষণ ছিলেন শো স্টপার সঙ্গীত শিল্পী ফাহমিদা নবী। উপস্থাপকের আহ্বানে গান পরিবেশন করতে স্টেজে আসেন ক্লোজআপ খ্যাত গায়িকা সালমা। সে তার সুমিষ্ট গানে শ্রোতাদেরকে মুগ্ধ করেন। এরপর দ্বিতীয় ফ্যাশন কিউতে ফ্যাশন ডিজাইনার লিপি খন্দকারের ডিজাইনকৃত পোশাক ও রূপবিশেষজ্ঞ আফরোজা পারভিনের মেকআপে আরও ১৫ জন মডেল স্টেজে হেঁটে বেড়ান। এই কিউর শো স্টপার ছিলেন অভিনেত্রী সোহানা সাবা। আবারও উপস্থাপক আমব্রিনের ঘোষণায় গান গাইতে আসেন বিন্দু কণা। তারপর আবার শুরু“ হয় তৃতীয় ফ্যাশন কিউ। এই কিউতে ফ্যাশন ডিজাইনার এমদাদ হকের ডিজাইনকৃত পোশাক ও রূপবিশেষজ্ঞ তানজিমা শারমিন মিউনির মেকআপে সর্বশেষ ১৫ জন মডেল স্টেজে হেঁটে বেড়ান। এই কিউর শো স্টপার ছিলেন ভাস্করশিল্পী ফেরদৌসী প্রিয়ভাষিণী ও নায়ক ফেরদৌস। ফ্যাশন শোর শেষের দিকে লুক@মি ম্যাগাজিনের প্রচ্ছদকন্যা হিসেবে তানজিন তিশা, মেহজাবিন, টয়া ও মৌসুমকে বেস্ট লুক সম্মাননা দেয়া হয়। সবশেষে তিনজন ফ্যাশন ডিজাইনার এমদাদ হক, শাহরুখ আমিন ও লিপি খন্দকার এবং তিন রূপবিশেষজ্ঞ ফারজানা শাকিল, আফরোজা পারভিন ও তানজিমা শারমিন মিউনিকে সম্মাননা দেয়া হয়। পুরো অনুষ্ঠানটি উপস্থাপনা করেন আমব্রিন। অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচারিত হয় আরটিভিতে।
×