ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

‘ক্লাব ডি’ হলো ‘তুখোড়’

প্রকাশিত: ০৬:৫৭, ২৬ মে ২০১৬

‘ক্লাব ডি’ হলো ‘তুখোড়’

ছবির শূটিং শেষ করেই নাম বদল করা হলো নতুন ছবি ‘ক্লাব ডি’র। পরিচালক সমিতিতে গতকাল বুধবার ছবির নাম অন্তর্ভুক্ত করার সময় পরিবর্তন করে নতুন নাম রাখা হয় ‘তুখোড়’। ছবিটি পরিচালনা করেছেন মিজানুর রহমান লাবু। এতে অভিনয় করেছেন নবাগত নায়ক শিবলী নোমান ও কলকাতার রাতশ্রী দত্ত। এ বিষয়ে পরিচালক মিজানুর রহমান লাবু এনটিভি অনলাইনকে বলেন, “আমরা আগে থেকেই জানতাম যে ছবির নামটি পরিবর্তন করতে হবে। কারণ বাংলাদেশের ছবিতে ইংরেজী নাম রাখার নিয়ম নেই। আমরা আগে থেকেই ‘তুখোড়’ নামটি পছন্দ করে রেখেছিলাম। গতকালই আমরা ছবির নাম এন্ট্রি করিয়েছি।” ছবির কাজের অগ্রগতি জানিয়ে লাবু বলেন, ‘আমরা ছবির শূটিং এরই মধ্যে শেষ করেছি। এখন ডাবিংয়ের কাজ চলছে। আশা করি আগামী ১০-১২ দিনের মধ্যে বাকি কাজ শেষ করে সেন্সরে জমা দিতে পারব। সব কিছু ঠিক থাকলে আগামী আগস্টে আমরা ছবিটি মুক্তি দিতে চাই।’ ছবিটির কাহিনী, চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন মাহমুদুল হক রাজিব। ছবির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন বাপ্পারাজ, শিবলী নোমান, রাতশ্রী দত্ত (কলকাতা), শিমুল খান, রহমতউল্লাহ, আলীরাজ, শিখা প্রমুখ। ‘তুখোড়’ ছবিটি প্রযোজনা করছে পজিটিভ সিস্টেমস অ্যান্ড সাপোর্টস। -আনন্দকণ্ঠ ডেস্ক
×