ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

কানাডায় মুক্তি পাচ্ছে ‘অস্তিত্ব’

প্রকাশিত: ০৬:৪৮, ২৬ মে ২০১৬

কানাডায় মুক্তি পাচ্ছে ‘অস্তিত্ব’

সংস্কৃতি ডেস্ক ॥ তথ্য প্রযুক্তির উন্নয়নের যুগে অনেক কিছুরই উন্নয়ন হয়েছে। বিশেষ করে চলচ্চিত্র জগতে এসেছে ব্যাপক পরিবর্তন। ডিজিটালি নির্মিত হচ্ছে চলচ্চিত্র। আর এ কারণে চলচ্চিত্রের প্রিন্ট সরবরাহে এসেছে যুগান্তকারী পরিবর্তন। ডিজিটাল সুবিধায় বিশ্বের বিভিন্ন স্থানে খুব সহজেই মুক্তি পাচ্ছে যে কোন চলচ্চিত্র। বাংলাদেশের চলচ্চিত্রও এক্ষেত্রে পিছিয়ে নেই। পৃথিবীর নানা দেশে রয়েছে বাংলাদেশীরা। তাদের উদ্যোগে বিভিন্ন পেক্ষগৃহে মুক্তি দেয়া হয় বাংলাদেশী বাংলা চলচ্চিত্র। এরই ধারাবাহিকতায় কানাডার প্রেক্ষাগৃহে বাণিজ্যিকভাবে মুক্তি পেতে যাচ্ছে বাংলাদেশের চলচ্চিত্র ‘অস্তিত্ব’। আরিফিন শুভ ও তিশা অভিনীত চলচ্চিত্রটি সেখানে প্রতিযোগিতা ও চ্যালেঞ্জের মুখে চলবে। কারণ একই দিন শুক্রবার মুক্তি পাচ্ছে হলিউডের ‘এক্স-মেন এ্যাপোক্যালিপ্স’। ‘অস্তিত্ব’ চলচ্চিত্রের পরিচালক অনন্য মামুন জানান, এটা দেশের চলচ্চিত্রের জন্য গৌরবের বিষয়। কারণ কানাডার সিনেপ্লেক্স ওদিওন ‘অস্তিত্ব’ আর ‘এক্সমেন এ্যাপোক্যালিপ্স’-এর প্রদর্শনী থাকছে পাশাপাশি। দুটি চলচ্চিত্ররই প্রতিদিন চারটি করে প্রদর্শনী হবে। শো শুরু হবে কানাডার সময় দুপুর ১২-২০ মিনিট, বিকাল ৩-৪৫ মিনিট, সন্ধ্যা ৭টা ও রাত ১০টা ২০ মিনিটে। এগ্লেন্টন টাউন সেন্টারের সিনেপ্লেক্স ওদিওনে ‘অস্তিত্ব’ উপভোগ করতে কানাডায় বসবাসরত বাঙালী দর্শকের মধ্যেও বেশ আগ্রহ তৈরি হয়েছে বলে জানান মামুন। অনন্য মামুন আরও বলেন, ‘যেখানেই বাংলাদেশী সেখানেই বাংলা চলচ্চিত্র’ সেøাগানটি সার্থক হতে শুরু করেছে। কানাডায় ‘অস্তিত্ব’ চলচ্চিত্রটি মুক্তির ব্যাপারে সাহায্য করেছেন সজীব সপ্তক। দেশে-বিদেশে এমন চলচ্চিত্রপ্রেমী থাকলে আমরা যারা চলচ্চিত্র নির্মাণের সঙ্গে জড়িত তাদের পক্ষে খুব সহজেই দেশের চলচ্চিত্রকে আন্তর্জাতিক বাজারে নিয়ে যাওয়া সম্ভব হবে বলে জানান তিনি।
×