ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

জ্ঞান ও প্রযুক্তি বিদেশে রফতানি করতে হবে ॥ নাহিদ

প্রকাশিত: ০৭:৪৫, ২৫ মে ২০১৬

জ্ঞান ও প্রযুক্তি বিদেশে রফতানি করতে হবে ॥ নাহিদ

স্টাফ রিপোর্টার ॥ তথ্য ও যোগাযোগ প্রযুক্তিতে তরুণ প্রজন্মকে দক্ষ করে গড়ে তোলার লক্ষ্যে দেশে চতুর্থবারের মতো শুরু হয়েছে ‘ইএটিএল-প্রথম আলো এ্যাপস্ কন্টেস্ট-২০১৬। প্রতিযোগিতায় এবারই প্রথমবারের মতো এ্যান্ড্রয়েডের পাশপাশি আইওএস ও উইন্ডোজ মোবাইলের জন্য এ্যাপ তৈরি করা যাবে, পাশাপাশি তথ্য-প্রযুক্তিবিষয়ক যে কোন আইডিয়া জমা দেয়া যাবে আগামী ৩১ আগস্ট পর্যন্ত। মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর হোটেল ওয়েস্টিনে প্রধান অতিথি থেকে প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। বিশেষ অতিথি ছিলেন তথ্য ও প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। উপস্থিত ছিলেন বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর কিমিও ফ্যান, কানাডার রাষ্ট্রদূত বেনইত পিয়েরি লারামে, প্রথম আলো সম্পাদক মতিউর রহমান এবং ইএটিএলের ব্যবস্থাপনা পরিচালক এম এ মুবিন। অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেন, আমরা সারাজীবন বিদেশ থেকে জ্ঞান আমদানি করতে পারব না। আমরা রফতানিকারক হতে চাই, এদেশ থেকে জ্ঞান ও প্রযুক্তি বিদেশে রফতানি করতে হবে। তরুণ প্রজন্মকে সেভাবেই গড়ে তুলতে হবে। বিশ্ববিদ্যালয়গুলোকে জ্ঞান তৈরিতে এগিয়ে আসার আহ্বান জানিয়ে তিনি বলেন, আমাদের দেশ থেকে ছেলেমেয়েরা বিদেশে পড়তে যায়, তারা সেদেশের জন্যই জ্ঞান তৈরি করে। আমি আমাদের বিশ্ববিদ্যালয়গুলোকে জ্ঞান তৈরিতে জোর দেয়ার জন্য বলব। প্রতিযোগিতার বিস্তারিত তথ্য জানা যাবে ঠিকানায়।
×