ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

টঙ্গীতে পুলিশের সোর্স ও রূপগঞ্জে শিক্ষিকা খুন দুই লাশ উদ্ধার

প্রকাশিত: ০৩:৫৪, ২৫ মে ২০১৬

টঙ্গীতে পুলিশের সোর্স ও রূপগঞ্জে শিক্ষিকা খুন দুই লাশ উদ্ধার

জনকণ্ঠ ডেস্ক ॥ গাজীপুরের টঙ্গীতে পুলিশের সোর্সকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এছাড়া নারায়ণগঞ্জের রূপগঞ্জে মাদকাসক্ত স্বামীর হাতে স্কুলশিক্ষিকা গৃহবধূ খুন হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। অপরদিকে নড়াইলের লোহাগড়ায় যুবক ও ঢাকার সাভারে অজ্ঞাত তরুণীর লাশ উদ্ধার করেছে পুলিশ। খবর নিজস্ব সংবাদদাতার- টঙ্গী ॥ টঙ্গীতে পুলিশের সোর্সকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। তার নাম কুতুব উদ্দিন (৩৫)। মঙ্গলবার সকালে স্থানীয় শিলমুন টিএ্যান্ডটি বাজার এলাকায় এ ঘটনা ঘটে। কুতুব উদ্দিন ঢাকার নবাবগঞ্জের বাঘাদুয়ার এলাকার মোঃ হাবিবুর রহমানের ছেলে। তিনি আমতলী এলাকার আব্দুল মজিদ মিয়ার বাসায় সপরিবারে বসবাস করতেন। কুতুবের স্ত্রী নাসিমা বেগম জানান, ভোর ৫টার দিকে তার স্বামী মুঠোফোনে কল পেয়ে তাকে গেটের তালা আটকে দিতে বলে বাইরে চলে যায়। এরপর তিনি আর বাসায় ফিরে আসেননি। সকাল ৬টার দিকে তিনি খবর পান স্থানীয় টিএ্যান্ডটি বাজার এলাকায় দুর্বৃত্তরা কুতুব উদ্দিনকে এলোপাতাড়ি কুপিয়ে রক্তাক্ত জখম করে পালিয়ে যায়। এলাকাবাসী তাকে উদ্ধার করে প্রথমে টঙ্গী সরকারী হাসপাতালে ও পরে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। রূপগঞ্জ ॥ নারায়ণগঞ্জের রূপগঞ্জে মাদক কেনার টাকা না দেয়ায় মাদকাসক্ত স্বামী তার স্ত্রীকে পিটিয়ে ও শ্বাসরোধে হত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। সোমবার গভীর রাতে উপজেলার তারাব পৌরসভার কাহিনা এলাকায় ঘটে এ ঘটনা। হত্যাকা-ের সঙ্গে জড়িত থাকার অভিযোগে স্বামী মতিউর রহমান মতিকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত মতিউর রহমান মতি ময়মনসিংহ জেলার শেরপুর থানার হরিন্দরা এলাকার মোতালিব মিয়ার ছেলে। মঙ্গলবার সকালে গৃহবধূ খাদিজা আক্তারের মৃতদেহ উদ্ধার করে পুলিশ। নিহত গৃহবধূ খাদিজা আক্তার কাহিনা এলাকার নুরুল ইসলামের মেয়ে। তিনি স্থানীয় লিটল ফ্লাওয়ার কিন্ডারগার্টেন স্কুলের শিক্ষিকা ছিলেন। পরিবারের দাবি মাদক কেনার টাকা না দেয়ায় খাদিজা আক্তারকে তার স্বামী পিটিয়ে ও শ্বাসরোধে হত্যা করেছে। খাদিজা আক্তারের মাথায় আঘাতের জখম রয়েছে। ধারণা করা হচ্ছে, স্বামীর সঙ্গে ঝগড়ার সময় মাথায় আঘাতে খাদিজার মৃত্যু হয়েছে। নড়াইল ॥ লোহাগড়া উপজেলার এড়েন্দা বাজার এলাকায় একটি ডুমুরগাছ থেকে আজগর শেখ (২৫) নামে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার বেলা ১১টার দিকে তার লাশ উদ্ধার করা হয়। তিনি নড়াইল সদরের সড়াতলা গ্রামের শওকত শেখের ছেলে। আজগর এড়েন্দা বাজারের একটি রাইচ মিলে শ্রমিকের কাজ করতেন। সাভার ॥ আশুলিয়া থানাধীন তৈয়বপুর এলাকার তুরাগ নদী থেকে বস্তাবন্দী এক অজ্ঞাত তরুণীর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার ভোরে মৃতদেহটি উদ্ধার করে ঢামেক হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়। পুলিশ জানায়, এলাকাবাসীর দেয়া খবরের ভিত্তিতে নদীতে ভাসমান বস্তাবন্দী অজ্ঞাত ওই নারীর মৃতদেহটি উদ্ধার করা হয়। মৃতদেহটি একটি প্লাস্টিকের বস্তায় শাড়ি দিয়ে পেঁচানো ছিল।
×