ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

নজরুল স্মৃতিস্তম্ভ সংস্কার ও পুনর্নির্মাণ দাবি

প্রকাশিত: ০৩:৩৭, ২৪ মে ২০১৬

নজরুল স্মৃতিস্তম্ভ সংস্কার ও পুনর্নির্মাণ দাবি

স্টাফ রিপোর্টার ॥ জাতীয় কবি কাজী নজরুল ইসলামের স্মৃতিস্তম্ভ সংস্কার ও পুনর্নির্মাণের দাবি জানিয়েছে বিভিন্ন সংগঠন ও শিল্পীরা। রাজধানী ঢাকা শহরে অবস্থিত একমাত্র সড়কে (ভিআইপি) দুটি স্মৃতিস্তম্ভের পাশে একত্রিত হয়ে এ দাবি জানান তারা। দাবিগুলো হচ্ছে- কাজী নজরুল এ্যাভিনিউর স্মৃতিফলকটিসহ বারডেমের সামনে অপর একটি স্মৃতিস্তম্ভর মেরামত, প্রয়োজনীয় সংস্কার ও সৌন্দর্যবর্ধন, ঢাকা শহরের গুরুত্বপূর্ণ কিছু স্থানে নজরুলের অমর কিছু কবিতা ও গানের বাণী সংবলিত ফলক স্থাপন, দেশের অন্য বিভাগীয় শহরেও নজরুলের নামে একটি করে সড়ক নামকরণ ও ফলক স্থাপন, জাতীয় কবির স্মৃতিধন্য জায়গায় স্মারক স্থাপন ও সংরক্ষণ,যথাযথ সম্মান প্রদর্শনের মাধ্যমে জনসচেতনতা সৃষ্টির উদ্যোগ নেয়া প্রভৃতি। যে সব সংগঠন বা প্রতিষ্ঠানের পক্ষ থেকে এ দাবি তোলা সেগুলো হচ্ছে-ছায়ানট, দ্যা ডেইলি স্টারের পক্ষে, নজরুল সঙ্গীত শিল্পী সংস্থা, নজরুল সঙ্গীত শিল্পী পরিষদ ও নজরুল পরিবার। উপস্থিত ছিলেন শিল্পী খালিদ হোসেন, খায়রুল আনাম শাকিল, শাহিন সামাদ, ইয়াসমিন মুস্তারি, ফাতেমা তুজ জোহরা, সালাহ উদ্দিন আহমেদ, মাইদুল ইসলাম, শেলু বড়ুয়া, নাসিমা শাহিন, মাসুদা আনাম কল্পনা, তানভির আনাম সজিব, রওশান আরা শোমা, রাহাত আরা গীতি, আশিষ সরকার, রওনাক আরা রাসেল, খিলখিল কাজী, সাদিয়া আফরিন মল্লিক প্রমুখ। বক্তারা বলেন, যথাযথ মর্যাদার সঙ্গে যেখানে এই জাতীয় কবির মর্যাদা তুঙ্গে নেয়ার কথা সেটা না হয়ে সংরক্ষণ পর্যন্ত হচ্ছে না। আশা করছি অবিলম্বে প্রস্তাবগুলো বিবেচনায় আনা হবে এবং জাতীয় কবিকে তার পরিপূর্ণ মর্যাদা দেয়া হবে।
×