ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

সারাদেশে ৫০টি বুথ করবে স্ট্যান্ডার্ড ব্যাংক

প্রকাশিত: ০৪:১৭, ২০ মে ২০১৬

সারাদেশে ৫০টি বুথ করবে স্ট্যান্ডার্ড ব্যাংক

অর্থনৈতিক রিপোর্টার ॥ সেবার মান বাড়ানোর অংশ হিসেবে চলতি বছর সারাদেশে ৫০টি এটিএম বুথ খোলার পরিকল্পনা নিয়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত আর্থিক খাতের প্রতিষ্ঠান স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেড। বৃহস্পতিবার ব্যাংকের ১৭তম বার্ষিক সাধারণ সভায় (এজিএম) এ তথ্য জানান প্রতিষ্ঠানটির চেয়ারম্যান ও এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি কাজী আকরাম উদ্দিন আহমদ। তিনি বলেন, উন্নত গ্রাহক সেবা ও শক্তিশালী কর্পোরেট সুশাসন প্রতিষ্ঠার লক্ষ্য নিয়ে গত ১৭ বছর ধরে আমাদের ব্যাংক পরিচালিত হয়ে আসছে। বর্তমানে সারাদেশে ব্যাংকের ৪৯টি এটিএম বুথ চালু আছে। গ্রাহক সেবার মান আরও বাড়াতে এবং ব্যাংকিং সেবা জনগণের কাছে পৌঁছে দিতে আমরা এ বছর আরও ৫০টি বুথ খোলার পরিকল্পনা নিয়েছি। সভায় ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ নাজমুস সালেহীন বলেন, দেশের ব্যবসা-বাণিজ্যে গতিশীলতা আনতে গত বছর ক্ষুদ্র-মাঝারি ও কৃষিভিত্তিক শিল্প খাতে ব্যাংকের বিনিয়োগ বাড়ানো হয়েছে। প্রসঙ্গত, সভায় ২০১৫ সালের সমাপ্ত হিসাব বছরের জন্য শেয়ার হোল্ডাররা ১৫ শতাংশ লভ্যাংশ অনুমোদন দিয়েছে। যার পুরোটাই স্টক (বোনাস)। আলোচিত বছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) বেড়ে হয়েছে ২ টাকা ৪৩ পয়সা। আগে ছিল ১ টাকা ৮৫ পয়সা। এ বছর (২০১৫) কোম্পানিটি মুনাফা করেছে ১৫৯ কোটি ৬৪ লাখ টাকা। গত বছর (২০১৪) এর পরিমাণ ছিল ২১২ কোটি ৩৩ লাখ টাকা। এই সভায় পরিচালক কামাল মোস্তফা চৌধুরী, অশোক কুমার সাহা, মোহাম্মদ আব্দুল আজিজ প্রমুখ উপস্থিত ছিলেন।
×