ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

রিজার্ভ চুরি ॥ উদ্ধার হওয়া অর্থের পুরোটাই পাবে বাংলাদেশ

প্রকাশিত: ০১:৫৪, ১৯ মে ২০১৬

রিজার্ভ চুরি ॥ উদ্ধার হওয়া অর্থের পুরোটাই পাবে বাংলাদেশ

অর্থনৈতিক রিপোর্টার ॥ রিজার্ভ চুরির ঘটনায় উদ্ধার হওয়া অর্থের পুরোটাই পাবে বাংলাদেশ। ফিলিপাইন সিনেটের সপ্তম শুনানিতে এ কথা জানিয়েছে মুদ্রা পাচারবিরোধী সংস্থা এ এম এল সি। সংস্থার নির্বাহী পরিচালক জুলিয়া বাকেই আবাদ জানান, এখনো ১ কোটি ৭০ লাখ ডলারের সন্ধান মেলেনি। পাওয়া যায়নি ফিলরেমের প্রতিশ্রুত অর্থ। রিজার্ভ চুরির ঘটনার পর বিদেশি রাষ্ট্রের অনুরোধে এ এম এল সি'কে আরো শক্তিশালী করতে আইন প্রণয়ন করা হচ্ছে। ফিলিপাইনে আজকের শুনানিতে হাজির আছেন ব্যবসায়ী কিম অং। বাংলাদেশের প্রতিনিধি হিসেবে আছেন, রাষ্ট্রদূত জন গোমেজ। এর আগে, ষষ্ঠ দফায় সিনেটের শুনানি অনুষ্ঠিত হয় গত ১৯ এপ্রিল।
×