ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

বাংলালিংক মাইন্ড কেয়ার বাংলাদেশের সর্বপ্রথম মোবাইল কাউন্সেলিং সার্ভিস

প্রকাশিত: ০৪:০৪, ১১ মে ২০১৬

বাংলালিংক মাইন্ড কেয়ার বাংলাদেশের সর্বপ্রথম মোবাইল কাউন্সেলিং সার্ভিস

বাংলাদেশের অন্যতম বৃহৎ মোবাইল অপারেটর বাংলালিংক নিয়ে এসেছে কল সেন্টারভিত্তিক মোবাইল কাউন্সেলিং সার্ভিস বাংলালিংক মাইন্ড কেয়ার। এর মাধ্যমে গ্রাহকরা তাদের মানসিক সমস্যা অথবা দৈনন্দিন সমস্যা থেকে উদ্ভূত যে কোন মানসিক চাপের ব্যাপারে বিশেষজ্ঞ পরামর্শক ও ক্লিনিক্যাল মনোবিজ্ঞানীদের সঙ্গে সরাসরি কথা বলার পাশাপাশি তাদের কাছ থেকে পরামর্শ ও করণীয় স¤পর্কে জানতে পারবেন। বাংলালিংক মাইন্ড কেয়ার একটি সাবস্ক্রিপশনভিত্তিক মোবাইল কল সেন্টার কাউন্সেলিং সেবা, যেখানে গ্রাহকরা বিশেষজ্ঞ পরামর্শকদের সেবা নেবার জন্য বিনামূল্যে ২০ মিনিট কথা বলতে পারবেন। -বিজ্ঞপ্তি আউয়াল খান রাকাবের ব্যবস্থাপনা পরিচালক স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের (রাকাব) নতুন ব্যবস্থাপনা পরিচালক নিযুক্ত হয়েছেন মূহম্মদ আউয়াল খান। রবিবার অর্থ মন্ত্রণালয়ের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের প্রজ্ঞাপনে তাকে ব্যবস্থাপনা পরিচালক হিসেবে পদোন্নতি দেয়া হয়। সোমবার তিনি রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকে যোগদান করেছেন। এর আগে আউয়াল খান অগ্রণী ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক হিসেবে কর্মরত ছিলেন। তিনি ১৯৮২ সালে বাংলাদেশ কৃষি ব্যাংকে প্রবেশনারি অফিসার (গ্রেড-৫ম) হিসেবে যোগদান করেন। ১৯৮৪ সালের বিসিএস পরীক্ষায় চূড়ান্তভাবে উত্তীর্ণ হয়ে তথ্য ক্যাডারের জন্য নিয়োগপ্রাপ্ত হন। মনজুর আহমেদ বিডিবিএলের নতুন এমডি মনজুর আহমেদ বিডিবিএলের নতুন এমডি হিসেবে যোগদান করেছেন। ইতোপূর্বে তিনি রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের (রাকাব) এমডি হিসেবে কর্মরত ছিলেন। আহমেদ ১৯৮৩ সালে বাংলাদেশ কৃষি ব্যাংকে প্রিন্সিপাল অফিসার হিসেবে কর্মজীবন শুরু করেন। দীর্ঘ ৩২ বছরেরও বেশি সময়ের কর্মজীবনে তিনি বাংলাদেশ কৃষি ব্যাংকের (বিকেবি) ডিএমডি, রাকাব ও হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশনের জেনারেল ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া, বিভিন্ন সময়ে শাখা ব্যবস্থাপক, আঞ্চলিক-প্রধান ও প্রধান কার্যালয়ের বিভিন্ন বিভাগের প্রধান হিসেবে সাফল্যের সঙ্গে দায়িত্ব পালন করেছেন। Ñবিজ্ঞপ্তি
×