ঢাকা, বাংলাদেশ   রোববার ০৫ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১

‘তাদের নাগরিক হিসেবে স্বীকার করে না সরকার’

‘রোহিঙ্গা’ ব্যবহার করবেন না ॥ যুক্তরাষ্ট্রকে সুচি

প্রকাশিত: ০৩:৪১, ৮ মে ২০১৬

‘রোহিঙ্গা’ ব্যবহার করবেন  না ॥ যুক্তরাষ্ট্রকে সুচি

মিয়ানমার দেশের অভ্যন্তরে ১শ’ ৩৫টি জাতিগত গোষ্ঠী রয়েছে বলে স্বীকার করে থাকে। কিন্তু ১শ’ ৩৬ নম্বরে রয়েছে কোন গোষ্ঠীটি? এরা কারা? অবশ্যই তাদের নাম উল্লেখ করা যাবে না। খবর ইন্টারন্যাশনাল নিউইয়র্ক টাইমস অনলাইনের। ১৯৬২ সালের পর মিয়ানমারের প্রথম গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকারের নেত্রী আউং সান সুচি গত সপ্তাহে এমতই গ্রহণ করেন। তখন তিনি নির্যাতিত মুসলিমদের ক্ষেত্রে ‘রোহিঙ্গা’ শব্দটি ব্যবহার না করার জন্য মার্কিন রাষ্ট্রদূতকে পরামর্শ দেন। এ জনগোষ্ঠী কয়েক প্রজন্ম ধরে বসবাস করছে মিয়ানমারে। তার মুখপাত্র পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা উ কাইয়ো জে ইয়া বলেছেন, আগের সামরিক বাহিনীর নেতৃত্বাধীন সরকারের মতো সুচির সরকারও রোহিঙ্গাদের এ নামে অভিহিত করবে না। কারণ সরকার তাদের নাগরিক হিসেবে স্বীকার করে না। তিনি বলেন, আমরা রোহিঙ্গা নামটি ব্যবহার করব না। কারণ যে ১শ’ ৩৫টি জাতিগত গোষ্ঠীর নাম স্বীকৃত বলে উল্লেখ করা হয়েছে সেগুলোর মধ্যে এ নামটি নেই। আমাদের অবস্থান হচ্ছে এ বিতর্কিত নামটির ব্যবহার জাতীয় সমঝোতা প্রক্রিয়া ও সমস্যা সমাধানের প্রতি সমর্থন ব্যক্ত করেন।
×