ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ইউএফও’র মতো জেলিফিস আবিষ্কার

প্রকাশিত: ০৫:৪১, ৭ মে ২০১৬

ইউএফও’র মতো  জেলিফিস আবিষ্কার

এটি কি ইউএফও না জেলিফিস? দেখে বোঝার কোন উপায় নেই। প্রশান্ত মহাসাগরের মারিয়ানা ট্রেঞ্চের কাছে বিজ্ঞানীরা এমনই ধরনের নতুন জেলিফিসের সন্ধান পেয়েছেন যেটি দূর থেকে দেখতে প্রায় ইউএফওর (আন আইডেন্টিফাইড ফ্লাইং অবজেক্ট) মতো। পশ্চিম প্রশান্ত মহাসাগরীয় মারিয়ানা দ¦ীপের কাছে অবস্থিত মারিয়ানা ট্রেঞ্চ বিশ্বের গভীরতম স্থান। সাগর তলদেশে ১ হাজার ৫শ’ মাইল এলাকা জুড়ে এর বিস্তার। যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ওশেনিক এ্যান্ড এ্যাটমোস্ফরিক এ্যাডমিনিস্ট্রেশনের (এনওএএ) গবেষকদের পর্যবেক্ষণে সাগর পৃষ্ঠ থেকে ২ দশমিক ৩ মাইল নিচে জেলিফিশটি দেখা গেলেও এখনও পর্যন্ত এর কোন নাম রাখা হয়নি। এনওএএ বলেছে, জেলিফিশটি জেনাস ক্রসোটা প্রজাতির অন্তর্ভুক্ত। জেলিফিশগুলোর পাগুলো বাইরের দিকে কিছুটা বিস্তৃত এবং এর পেটের অংশটি যেন গতিহীন নিশ্চল । পেটের মধ্যকার নালীগুলো লাল এবং উজ্জ্বল হলুদ রংয়ের। দূর থেকে দেখলে মনে হয় জ্বল জ্বল করছে। -ইউএসএ টুডে
×