ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

চাকরি দেয়ার নামে প্রতারণা ॥ রাজশাহীতে আটক পাঁচ

প্রকাশিত: ০৩:৫৭, ৭ মে ২০১৬

চাকরি দেয়ার নামে প্রতারণা ॥ রাজশাহীতে  আটক পাঁচ

স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ বিভিন্ন ইউনিয়ন পরিষদের তথ্যকেন্দ্রে চাকরি দেয়ার নামে প্রতারণার অভিযোগে দুই নারীসহ ৫ জনকে আটক করেছে পুলিশ। শুক্রবার সকালে নগরীর সাধুর মোড় এলাকা থেকে তাদের আটক করা হয়। স্বেচ্ছাসেবী সমাজ উন্নয়ন কর্ম সংস্থা নামে নামসর্বস্ব প্রতিষ্ঠান খুলে চারটি পদে নিয়োগের জন্য পাবনা এবং নওগাঁ জেলার ইউনিয়ন ডিজিটাল সেন্টারে এবং উদ্যোক্তা নিয়োগ বিজ্ঞপ্তি পাঠানো হয়। এসব নিয়োগ বিজ্ঞপ্তি পাঠানো হয় উদ্যোক্তাদের ই-মেইল এবং মুঠোফোনে মেসেজের মাধ্যমে। শুক্রবার চারটি পদের পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। সকালে পরীক্ষা দিতে আসেন নওগাঁ এবং পাবনা জেলার প্রায় ৬০০ পরীক্ষার্থী। পরীক্ষার্থীরা জানান, এই নিয়োগের বিভিন্ন পদে পরীক্ষা বাবদ ১৫০ থেকে ৩০০ টাকা করে আদায় করে নিয়োগকারীরা। কিন্তু প্রতিষ্ঠানের লাইসেন্স কিংবা উপজেলা নির্বাহী কর্মকর্তার সুপারিশ আছে কিনা জানতে চাইলে তারা তা দেখাতে ব্যর্থ হয়। ফলে পরীক্ষার্থীদের সন্দেহের সৃষ্টি হয়। পরে তারা নিয়োগদাতা প্রতিষ্ঠানেই তাদের অবরুদ্ধ করে পুলিশে খবর দেয় পরীক্ষার্থীরা। পুলিশ পাঁচজনকে আটকও করে।
×