ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

জাতীয় কাউন্সিল

আওয়ামী লীগ ধারাবাহিক সেমিনার করবে

প্রকাশিত: ০৫:৪৮, ৬ মে ২০১৬

 আওয়ামী লীগ ধারাবাহিক  সেমিনার করবে

বিশেষ প্রতিনিধি ॥ ২০তম জাতীয় কাউন্সিলকে সামনে রেখে ধারাবাহিকভাবে বেশ কয়েকটি সেমিনার করবে শাসক দল আওয়ামী লীগ। এসব সেমিনারের মাধ্যমে সরকারের অর্জন ও সাফল্যেগুলো দেশবাসীর সামনে তুলে ধরবে তারা। এছাড়া পাট আইনের সঙ্গে সামঞ্জস্য রেখে এবারের সম্মেলনে প্রত্যেক কাউন্সিল ও ডেলিগেটদের একটি করে পাটের ব্যাগ দেয়া হবে। সেই ব্যাগে দলের সম্মেলন উপলক্ষে সকল প্রকাশনা, সিডি, ডিভিডিসহ অন্যান্য কাগজপত্র দেয়া হবে। বৃহস্পতিবার ধানম-িস্থ আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে সম্মেলনকে সফল করতে গঠিত দলের প্রচার ও প্রকাশনা উপ-পরিষদের সভায় এসব সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় সভাপতিত্ব করেন উপ-কমিটির আহ্বায়ক ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচটি ইমাম। সভার সিদ্ধান্তগুলো সাংবাদিকদের সামনে তুলে ধরে উপ-পরিষদের সদস্য সচিব ড. হাছান মাহমুদ বলেন, আমরা সম্মেলনকে কেন্দ্র করে অনেক সেমিনার করব। প্রথম সেমিনার আমরা আগামী ১৪ মে ‘উন্নয়নের মহাসড়কে বাংলাদেশ’ শিরোনামে করব। এরপরও সেমিনার হবে। সেই সেমিনারগুলোর তারিখ এখনও নির্ধারিত হয়নি। তবে সেমিনারের শিরোনামগুলো হলো ‘ডিজিটাল বাংলাদেশ, স্বপ্ন নয় বাস্তবতা’, ‘আওয়ামী লীগের ইতিহাস, সংগ্রাম ও ঐতিহ্য’, ‘শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের আইনের শাসন প্রতিষ্ঠার আওয়ামী লীগ, ‘সরকারের সামাজিক নিরাপত্তা ও মানব উন্নয়ন সূচক উন্নয়নে বাংলাদেশ’ শিরোনামেও সেমিনার করা হবে। এছাড়া আরও কিছু সেমিনার করার চিন্তাভাবনা আছে। সেগুলো এখনও সিদ্ধান্ত হয়নি। ‘ডিজিটাল বাংলাদেশ এখন স্বপ্ন নয় বাস্তব’Ñ উল্লেখ করে তিনি বলেন, সম্মেলন উপলক্ষে এবার অনেক ডিজিটাল প্রকাশনা থাকবে। অনেক তথ্যচিত্র সিডি ও ডিভিডি আকারে প্রকাশ করা হবে। এগুলো সম্মেলনে উপস্থিত কাউন্সিলর এবং ডেলিগেটদের দেয়া হবে। তিনি বলেন, পাটের ব্যবহারের জন্য এই সরকার একটি আইন করেছে, তাই এটির সঙ্গে সামঞ্জস্য রেখে এবারের সম্মেলনে প্রত্যেক কাউন্সিলর এবং ডেলিগেটদের একটি করে পাটের ব্যাগ দেয়া হবে। সেই ব্যাগে দলের কাউন্সিল উপলক্ষে প্রকাশনা, সিডি, ডিভিডিসহ অন্যান্য প্রয়োজনীয় কাগজপত্র দেয়া হবে। তিনি জানান, আগামী ১৭ মে দলের সভাপতি শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে ১ মিনিটের একটি ফিলার বিভিন্ন টেলিভিশনে প্রচার করা হবে। যেটি ৫০ থেকে ৬০ সেকেন্ডের হবে। পাশাপাশি ক্রোড়পত্র ও পোস্টার প্রকাশ করা হবে। এক প্রশ্নের জবাবে এইচটি ইমাম বলেন, এক প্রশ্নের জবাবে এইচটি ইমাম বলেন, গুপ্তহত্যা এবং অন্য বিষয়গুলো সম্পর্কে এখন প্রকাশ্যে বলা ঠিক হবে না। কিন্তুআমি এইটুকু বলতে পারি আইনশৃঙ্খলা বাহিনীর তরফ থেকে বিভিন্ন রকমের ৩৭টির বেশি মামলার তদন্ত শেষ হয়ে গেছে। যেগুলোর বিষয়ে প্রয়োজনীয় তথ্য হাতে পাবে। আমেরিকার দক্ষিণ-মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী নিশা দেশাইয়ের দেশে আসার ঘটনার প্রসঙ্গ উল্লেখ করে তিনি বলেন, তিনি মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেছেন। আমাদের স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করেছেন। এরপরে আমার সঙ্গেও আলাপ-আলোচনা আছে। আমরা তাঁদের একটি ভাল অবস্থান দেখাতে পারব। যেখানে যুক্তরাষ্ট্রের চাইতে বা অন্যান্য দেশের চাইতেও আমরা অনেক বেশি উন্নত, সভ্য এবং বিচারব্যবস্থা অনেক বেশি সুসংহত। এছাড়াও আইনের শাসন প্রতিষ্ঠার সেক্ষেত্রেও আমাদের সঙ্গে কেউ তুলনা করতে পারবে না। সম্প্রতি দেশে সংঘটিত গুপ্তহত্যায় বিদেশী কোন সম্পৃক্ততা আছে কিনা এমন প্রশ্নের জবাবে ১৯৭৫-পরবর্তী থেকে বিএনপি-জামায়াত জোট সরকারের শাসনামলের বিভিন্ন ঘটনা উল্লেখ করে তিনি বলেন, এই যে উত্থানটা তাদের হয়েছে এটা সবসময় হয়েছে। পাকিস্তানের আইএসআইয়ের মদদে এবং জামায়াতে ইসলামীর সাহায্যে। আর জামায়াতে ইসলামীর সঙ্গে বিএনপি। তিনি বলেন, অতি সম্প্রতি একটি প্রকাশিত হয়েছে। বাংলাদেশে এক সময় পাকিস্তানের রাষ্ট্রদূত হিসেবে ছিলেন তিনি লিখেছেন, এতে তিনি যে সমস্ত তথ্য দিয়েছেন, যা বলেছেনÑ তারই প্রতিধ্বনি এখন আমরা শুনতে পাচ্ছি বিএনপির নেতৃবৃন্দ বিশেষ করে খালেদা জিয়ার বক্তব্যে। একেবারে অবিকল। পাকিস্তানের পার্লামেন্ট বাংলাদেশ সম্পর্কে যে সমস্ত প্রশ্ন তোলে সেই প্রশ্নই আমাদের দেশে বিএনপি তুলছে। কাজেই বিএনপি-জামায়াতের যে নিউরো সম্পর্ক, তাদের সঙ্গে আবার আইএসআইয়ের যে সম্পর্ক, আবার ওহাবী আন্দোলন, এরা সবাই মিলে তো একটা তৎপরতাতেই আছে। উপ-পরিষদের বৈঠকে কমিটির সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাইমুম সরওয়ার কমল এমপি, মুমতাহিনা রীতুসৈয়দ আব্দুল আউয়াল শামীম, আমিনা কোহিনুর আলম, সাব্বির বিন সামস, আশরাফ সিদ্দিকী বিটু, আকতার হোসেন প্রমুখ।
×