ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

নতুন ভ্যাট আইন বোঝার জন্য সময় চান ব্যবসায়ীরা

প্রকাশিত: ০৩:৫৯, ৬ মে ২০১৬

নতুন ভ্যাট আইন বোঝার জন্য সময় চান ব্যবসায়ীরা

অর্থনৈতিক রিপোর্টার ॥ আগামী জুলাই মাসে চালু হতে যাচ্ছে নতুন ভ্যাট আইন। কিন্তু এই ভ্যাট আইন চালু হওয়ার নিয়ে আরও দুই বছর সময় চান ব্যবসায়ীরা। এই আইন চালু হলে ব্যবসায়ীরা বিভিন্ন সমস্যায় পড়বেন তাই এমন দাবি তুলেছেন তারা। বৃহস্পতিবার ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন দ্য ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) পরিচালক হেলাল উদ্দিন এ দাবি জানান। ট্রাস্ট মিলনায়তনে ভ্যাট আইনের অধীন ব্যবসায়ী পর্যায়ে মূসক আদায় বিষয়ক সেমিনারে হেলাল উদ্দিন বলেন, নতুন যে ভ্যাট আইন বাস্তবায়ন হবে তা অধিকাংশ ব্যবসায়ী বুঝেন না। আর এটা বুঝতে হলে যথাযথ প্রশিক্ষণের প্রয়োজন। আর মাত্র এক মাস পর এ আইন বাস্তবায়ন হলে তা কিভাবে সম্ভব। এছাড়াও নতুন আইনের প্যাকেজ ভ্যাট সংযোজনসহ ৭টি প্রস্তাব দেয়া হয়েছে ব্যবসায়ীদের পক্ষ থেকে যা কোন সমাধান হয়নি। তাই ব্যবসায়ীদের এ আইন সম্পর্কে জানা ও পরিপালনের সক্ষমতা তৈরি করা দরকার বলেও মনে করেন তিনি আর সে কারণেই আরও দুই বছর পর এ আইন বাস্তবায়নের দাবি জানান। প্রধান অতিথি হিসেবে অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ড. আব্দুর রাজ্জাক বলেন, এই আইনটিতে কিছু জটিলতা রয়েছে। কিন্তু বাস্তবায়ন না হলে এর সমস্যাগুলো বোঝা যাবে না। তাই আইনটি বাস্তবায়ন হলে এর দুর্বলতা জানা যাবে একই সঙ্গে তা সমাধান করা যাবে। সেই সাথে ব্যবসায়ীদের দেয়া প্রস্তাব নিয়ে প্রধানমন্ত্রীর সাথে আলোচনার কথাও বলেন, তিনি। এক মাস পর যে আইনের বাস্তবায়ন সেই আইন এখন কেন বুঝানো হচ্ছে সে বিষয়ে তিনি ব্যবসায়ীদের পক্ষ্যেও অনেকটা একমত।
×