ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

চুরির অপবাদ, গৃহবধূর চুল কেটে নিল বখাটেরা

প্রকাশিত: ০৩:১৯, ৬ মে ২০১৬

চুরির অপবাদ, গৃহবধূর চুল কেটে নিল  বখাটেরা

স্টাফ রিপোর্টার, কক্সবাজার ॥ মহেশখালীতে বখাটেদের কুপ্রস্তাবে রাজি না হওয়ায় চুরির অপবাদ দিয়ে এক গৃহবধূর মাথার চুল কেটে নেয়া হয়েছে। উঠানে গাছের সঙ্গে গামছা পেঁচিয়ে বেঁধে শারীরিক নির্যাতন চালিয়েছে বখাটেরা। অসহায় গৃহবধূ ফরিদা ইয়াছমিনকে মহেশখালী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। বুধবার বিকেলে কুতুবজুম খোন্দকার পাড়ায় এ ঘটনা ঘটে। জানা গেছে, ফিশিং বোট শ্রমিক মাহাবুব আলমের স্ত্রী ফরিদা ইয়াছমিনকে স্থানীয় আবু মুছার পুত্র বখাটে সৈয়দ করিম ও মোস্তাকের পুত্র নাছির উদ্দীন কিছুদিন ধরে উত্ত্যক্ত এবং কুপ্রস্তাব দিয়ে আসছিল। এতে রাজি না হওয়ায় ক্ষিপ্ত হয়ে উঠে তারা। বুধবার বিকেলে থ্রিপিস চুরির অপবাদ এনে কয়েকজন বখাটে ওই মহিলাকে ঘর থেকে বের করে উঠানে গামছা পেঁচিয়ে গাছে বেঁধে শারীরিক নির্যাতন চালায়। এক পর্যায়ে মাথার চুল কেটে নেয়া হয়। ওই সময় ২ শিশু সন্তানের চিৎকারে এলাকার লোকজন এগিয়ে আসলে বখাটে সৈয়দ করিম ও নছির উদ্দিনসহ সহযোগীরা স্থান ত্যাগ করে। পরে স্থানীয়রা ফরিদা ইয়াছমিনকে উদ্ধার করে মহেশখালী হাসপাতালে চিকিৎসার ব্যবস্থা করে।
×