ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

দুই ফান্ডের ট্রাস্টি প্রতিষ্ঠানকে টাকা দেয়ার নির্দেশ

প্রকাশিত: ০৬:৫৭, ৫ মে ২০১৬

দুই ফান্ডের ট্রাস্টি প্রতিষ্ঠানকে টাকা দেয়ার নির্দেশ

অর্থনৈতিক রিপোর্টার ॥ শেয়ার বাজার থেকে অবলুপ্ত হওয়া দুই ফান্ডের ইউনিটহোল্ডারদের আগামী ৭ কার্যদিবসের মধ্যে টাকা দেয়ার নির্দেশ দিয়েছে ট্রাস্টি প্রতিষ্ঠানকে। বুধবার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ এ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) ৫৭১তম সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। কমিশনের মুখপাত্র মোঃ সাইফুর রহমান স্বাক্ষরিত একটি প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। ফান্ড দুটি হলো এইমস ফার্স্ট গ্যারান্টেড মিউচুয়াল ফান্ড এবং গ্রামীণ মিউচুয়াল ফান্ড : স্কিম ওয়ান। জানা গেছে, এইমস ফার্স্ট গ্যারান্টেড মিউচুয়াল ফান্ডের ইউনিট প্রতি নিট অর্থের পরিমাণ ২৫ টাকা ৯৩ পয়সা। আর গ্রামীণ মিউচুয়াল ফান্ড : স্কিম ওয়ানের হলো ২৪ টাকা ৬৬ পয়সা। বিএসইসির নির্দেশনায় বলা হয়েছে ফান্ড দুটি অবলুপ্তির জন্য ২ মার্চ অডিট প্রতিবেদন দিয়েছে ট্রাস্টি। ওই অডিট প্রতিবেদন কিছু অবজারভেশন সাপেক্ষে অনুমোদন দিয়েছে কমিশন। পরবর্তীতে এই অবজারভেশনের বিষয়ে পদক্ষেপ নিবে কমিশন। নিট সম্পদ অর্থের পরিমাণ অনুযায়ী আগামী ৭ কার্যদিবসের মধ্যে ইউনিট মালিকগণের মধ্যে টাকা দিতে ট্রাস্টিকে নির্দেশ দিয়েছে বিএসইসি। এর আগে, মেয়াদী মিউচুয়াল ফান্ডের মেয়াদ শেষে তার অবসায়ন অথবা বে-মেয়াদী ফান্ডে রূপান্তর করার সুযোগ রেখে গত বছর একটি গাইডলাইন প্রকাশ করে পুঁজিবাজার নিয়ন্ত্রক বিএসইসি। গাইডলাইন অনুসারে, মেয়াদ শেষের ছয় মাস আগে ইউনিটহোল্ডারদের নিয়ে বিশেষ সভার আয়োজন করবে সংশ্লিষ্ট ফান্ডের ট্রাস্টি। আর এ সভায় উপস্থিত ইউনিটহোল্ডারদের মতামতের ভিত্তিতে ঠিক করা হবে সংশ্লিষ্ট ফান্ড বন্ধ করে দেয়া হবে নাকি সেটিকে বে-মেয়াদী ফান্ডে রূপান্তর করা হবে। গত বছরের ২৯ জুন নির্ধারিত ১০ বছর মেয়াদ শেষ হওয়া আইসিবি ফার্স্ট, গ্রামীণ ওয়ান : স্কিম ওয়ান ও এইমস ফার্স্ট গ্যারান্টেড মিউচুয়াল ফান্ডের রূপান্তর-অবসায়নের সময়সীমা বেঁধে দেয় সংস্থাটি।
×