ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বরিশালে বয়স্ক ভাতার তালিকায় ব্যাপক অনিয়ম

প্রকাশিত: ০৬:৩২, ৫ মে ২০১৬

বরিশালে বয়স্ক ভাতার  তালিকায় ব্যাপক অনিয়ম

স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ স্বজনপ্রীতি, অর্থ বাণিজ্য, ভুয়া জাতীয় পরিচয়পত্র জমা দেয়াসহ বয়স্ক ভাতার তালিকা তৈরিতে ব্যাপক অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি জেলার মেহেন্দীগঞ্জ উপজেলার। জানা গেছে, উপজেলার ১৩ ইউনিয়ন ও একটি পৌরসভায় ২০১৫-১৬ অর্থবছরে নতুন ৬৮০টি বয়স্ক ভাতার তালিকা তৈরিতে স্বজনপ্রীতি, অর্থ বাণিজ্য ছাড়াও কম বয়সীদের বেশি বয়স বানানোর জন্য এখন নকল জাতীয় পরিচয়পত্র তৈরির হিড়িক পড়েছে। বিভিন্ন বাজারের কম্পিউটারের দোকান থেকে প্রকাশ্যেই ভুয়া জাতীয় পরিচয়পত্র তৈরি করে বয়স বাড়িয়ে সংশ্লিষ্ট অফিসে জমা দেয়া হলেও বিষয়টি দেখার যেন কেউ নেই। নাম প্রকাশ্যে অনিচ্ছুক উপজেলা সমাজসেবা অফিসের একাধিক সূত্রে জানা গেছে, অধিকাংশ এলাকা থেকে বয়স্ক ভাতার পরিচয়পত্রে প্রকৃত বয়স গোপন করে জালিয়াতির মাধ্যমে ৫ থেকে ১০ জনকে তালিকাভুক্ত করা হয়েছে। সূত্রে আরও জানা গেছে, সমাজসেবা দফতরের ইউনিয়ন সমাজ কর্মীর পদ দীর্ঘদিন থেকে শূন্য থাকায় ইউনিয়নে বয়স্ক ভাতা যাচাই-বাছাই কমিটির সদস্য সচিব না থাকায় ইউপি সদস্যরা সরকারী নীতিমালা লঙ্ঘন করে ৬৫ বছরের কম বয়সীদের কাছ থেকে ২ থেকে ৩ হাজার টাকার বিনিময়ে বয়স বাড়িয়ে পছন্দের ব্যক্তিকে বয়স্ক ভাতা প্রদানের সুপারিশ করেছেন। ফলে প্রকৃত বয়স্ক ব্যক্তিরা ভাতা থেকে বঞ্চিত হচ্ছেন। ওই সূত্রটি আরও জানিয়েছে, ইউনিয়ন কমিটি নামেমাত্র তালিকা বাছাই করে উপজেলা কমিটির কাছে পাঠায়। উপজেলা কমিটিও দায়সারাভাবে ওই তালিকার অনুমোদন করে থাকেন। এ ব্যাপারে উপজেলা সমাজসেবা কর্মকর্তা আব্দুর রশিদ খান জানান, অনেক ইউনিয়নে বয়স্ক ভাতার তালিকা তৈরির ক্ষেত্রে বয়স বাড়ানোর জন্য জাতীয় পরিচয়পত্র জাল করার খবর পাওয়া গেছে। বিষয়টি দেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
×