ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

রাষ্ট্রপতির কাছে থাই রাষ্ট্রদূতের পরিচয়পত্র পেশ

প্রকাশিত: ০৮:৫০, ৪ মে ২০১৬

রাষ্ট্রপতির কাছে  থাই রাষ্ট্রদূতের  পরিচয়পত্র পেশ

রাষ্ট্রপতি আবদুল হামিদ বাংলাদেশ থেকে ফার্মাসিউটিক্যালস, সিরামিক, পাটজাত পণ্য এবং তৈরি পোশাকসহ উচ্চমানের সামগ্রী আমদানি বৃদ্ধির লক্ষ্যে ভূমিকা রাখার জন্য থাইল্যান্ডের নবনিযুক্ত রাষ্ট্রদূতের প্রতি আহ্বান জানিয়েছেন। মঙ্গলবার বঙ্গভবনে রাষ্ট্রপতি আবদুল হামিদের কাছে বাংলাদেশে থাইল্যান্ডের নবনিযুক্ত রাষ্ট্রদূত পানপিমন সুয়ান্নাপঙ্গসে তার পরিচয়পত্র পেশ করতে এলে রাষ্ট্রপতি এ আহ্বান জানান। খবর বাসসর। রাষ্ট্রপতি আবদুল হামিদ থাই রাষ্ট্রদূতকে স্বাগত জানান এবং দু’দেশের মধ্যে বিদ্যমান সম্পর্কের ব্যাপারে সন্তোষ প্রকাশ করে বলেন, নবনিযুক্ত রাষ্ট্রদূতের মেয়াদকালে দু’দেশের মধ্যে বিদ্যমান সম্পর্ক আরও দৃঢ় হবে। থাই দূত রাষ্ট্রপতিকে জানান, বাংলাদেশের সঙ্গে সম্পর্ককে গুরুত্ব দেয় থাইল্যান্ড এবং দু’দেশের মধ্যে বিদ্যমান দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও উন্নত করার লক্ষ্যে তিনি তা অব্যাহত রাখবেন।
×