ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

কলাবাগানে খুনীর ব্যাগে পাওয়া দুই মোবাইল জুলহাজ ও তনয়ের

প্রকাশিত: ০৮:১৯, ৪ মে ২০১৬

কলাবাগানে খুনীর ব্যাগে পাওয়া দুই মোবাইল জুলহাজ ও তনয়ের

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীর কলাবাগানে জোড়া খুনের ঘটনায় খুনীর ব্যাগে পাওয়া মোবাইল ফোন দুইটি নিহত জুলহাজ মান্নান ও মাহবুব রাব্বী তনয়ের। এ জন্য মোবাইল ফোন দুইটি থেকে কোন তথ্য পাওয়া যায়নি। আর ব্যাগে পাওয়া আগ্নেয়াস্ত্র দুইটি পুরনো। হত্যাকারীদের মধ্যে সিসি ক্যামেরার ফুটেজ দেখে ৫ জনকে প্রাথমিকভাবে চিহ্নিত করা হয়েছে। হত্যাকা-ের পর সাইট ইন্টেলিজেন্সে দায় স্বীকারের বার্তা আসায় এ হত্যাকা-ের পেছনে আনসারুল্লাহ বাংলা টিম রয়েছে বলে সন্দেহ করা হচ্ছে। এদিকে মঙ্গলবার পুলিশ সদর দফতরে এক সংবাদ সম্মেলনে পুলিশ মহাপরিদর্শক একেএম শহীদুল হক বলেছেন, কলাবাগানের জোড়া খুনের ঘটনায় কেউ গ্রেফতার হয়নি। তবে খুনের কৌশল দেখে মনে করা হচ্ছে, ঘটনাটি আনসারুল্লাহ বাংলা টিম ঘটিয়েছে। সাইট ইন্টেলিজেন্সে দায় স্বীকারও এমন সন্দেহের অন্যতম কারণ। জঙ্গী দমনে বাংলাদেশ ‘রোল মডেল’ দাবি করে আইজিপি বলেছেন, বাংলাদেশে ২০১৩ সাল থেকে ২০১৬ সাল পর্যন্ত ৩৭টি জঙ্গী হামলার ঘটনা ঘটেছে। এর মধ্যে জেএমবি করেছে ২৫টি আর আনসারুল্লাহ বাংলা টিম ঘটিয়েছে ৮টি। অপর ৪টি সন্ত্রাসী বা জঙ্গী গোষ্ঠী দ্বারা সংঘটিত হয়েছে। এর মধ্যে ৩৪টি ঘটনারই কারণ উদ্ঘাটন করতে পেরেছে পুলিশ। বাকি ঘটনাগুলোর তদন্ত চলছে। এসব ঘটনায় ১৪৪ জন গ্রেফতার হয়েছে। তাদের মধ্যে ৪৯ জন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দী দিয়েছে। কোন ভুল লোককে ধরা হয়নি।
×