ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

লোকসানে বিডি ওয়েল্ডিং

প্রকাশিত: ০৬:৩০, ৪ মে ২০১৬

লোকসানে বিডি ওয়েল্ডিং

শেয়ারবাজারে তালিকাভুক্ত বিডি ওয়েল্ডিং ২০১৫ সালে প্রতিটি শেয়ারে ২.৫৯ টাকা লোকসান করেছে। যাতে পরিচালনা পর্ষদ এই বছরের জন্য শেয়ারহোল্ডারদের লক্ষ্যে কোন লভ্যাংশ ঘোষণা করেনি। এদিকে এ কোম্পানির শেয়ার ক্রয়ে কোন ধরনের মার্জিন ঋণ সুবিধা পাবেন না বিনিয়োগকারীরা। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। ২০১৫ সালের ৩১ ডিসেম্বরে বিডি ওয়েল্ডিংয়ের প্রতিটি শেয়ারে সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৩.৭৮ টাকা, যা ২০১৪ সালে কোম্পানিটি প্রতিটি শেয়ারে ০.১৯ টাকা মুনাফা করেছিল। এছাড়া ২০১৪ সালের জন্য ৫ শতাংশ বোনাস শেয়ার প্রদান করেছিল। কোম্পানিটির আর্থিক প্রতিবেদনসহ অন্যান্য আলোচ্য বিষয়সমূহ শেয়ারহোল্ডারদের অনুমোদনের জন্য আগামী ২৩ জুন ইনস্টিটিউট অব ইঞ্জিনিয়ারস বাংলাদেশে বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এদিকে নো ডিভিডেন্ড ঘোষণার জন্য ক্যাটাগরি পরিবর্তন হয়েছে বিডি ওয়েল্ডিং লিমিটেডের। -অর্থনৈতিক রিপোর্টার সোস্যাল ইসলামী ব্যাংকের সভা আজ পরিচালনা পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের কোম্পানি সোস্যাল ইসলামী ব্যাংক লিমিটেড (এসআইবিএল)। ঘোষণা অনুযায়ী আজ বুধবার অনুষ্ঠিত হবে এ কোম্পানির বোর্ড সভা। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্র মতে, এসআইবিএলের বোর্ড সভা ৪ মে, বুধবার দুপুর ২টা ৩৫ মিনিটে অনুষ্ঠিত হবে। সভায় ৩১ মার্চ ২০১৬ পর্যন্ত (প্রথম প্রান্তিক) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে বলে জানা গেছে। -অর্থনৈতিক রিপোর্টার
×