ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

চালকের হাতে ছিল মোবাইল

দুই বাসের মুখোমুখি সংঘর্ষ ॥ প্রাণ গেল মা-মেয়েসহ ৫ জনের

প্রকাশিত: ০৬:২১, ৪ মে ২০১৬

দুই বাসের মুখোমুখি সংঘর্ষ ॥ প্রাণ গেল মা-মেয়েসহ ৫ জনের

স্টাফ রিপোর্টার, কক্সবাজার ॥ চলন্ত অবস্থায় গাড়ি চালক মোবাইলে কথা বলার কারণে অকালে ঝরে গেল মা-মেয়েসহ ৫ জনের তাজা প্রাণ। গাড়ি চালানোর সময় মুঠোফোনে কথা না বলার জন্য সরকারীভাবে প্রচলিত আইন এবং ওই অপরাধের দণ্ড প্রদানের ব্যবস্থা রাখলেও কক্সবাজার-চট্টগ্রাম ও টেকনাফ-কক্সবাজার সড়কে চলাচলকারী অধিকাংশ গাড়ির চালক তা মানছে না। ফলে একের পর এক দুর্ঘটনা ঘটছে। মঙ্গলবার চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়ায় যাত্রীবাহী ইউনিক পরিবহনের একটি বাসের সঙ্গে ম্যাজিক গাড়ির মুখোমুখি সংঘর্ষে মা-মেয়েসহ ৫ জন ঘটনাস্থলে নিহত ও শিশুসহ ১০ জন আহত হয়েছে। আহতদের মধ্যে মুমূর্ষু অবস্থায় চারজনকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল, তিনজনকে মালুমঘাট মেমোরিয়াল খ্রীস্টান হাসপাতাল ও দুইজনকে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ফাঁসিয়াখালী সেনা ক্যাম্পের নিকটবর্তী সেগুন বাগান এলাকায় মঙ্গলবার সকাল ১০টায় এ ঘটনা ঘটে। দুর্ঘটনায় ম্যাজিক গাড়িটি দুমড়ে-মুচড়ে যায়। দুর্ঘটনাকবলিত দু’টি গাড়ি জব্দ ও মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে পাঠিয়েছে পুলিশ। নিহতরা হলো- কুতুবদিয়া আলী আকবর ডেইল সিকদার পাড়ার মৃত মিয়া আজমের পুত্র আবু ছৈয়দ (৬০), চকরিয়ার ডুলাহাজারা ছগিরশাহ কাটার বাহাদুর আলমের স্ত্রী নুরুন নাহার (৪২), তার মেয়ে নুর আয়শা বেগম (১২), সাহারবিল মাইজঘোনার আহাদুল করিম (১৮) ও রংমহল এলাকার মোহাম্মদ আলীর পুত্র তারেক জিয়া (১৮)।
×