ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

উত্তরপ্রদেশে ট্যাক্স ফ্রি 'সুলতান'!

প্রকাশিত: ২০:৩২, ৩ মে ২০১৬

উত্তরপ্রদেশে ট্যাক্স ফ্রি 'সুলতান'!

অনলাইন ডেস্ক ॥ শুটিংয়ের সময় থেকেই 'সুলতান'-এর উপর অনুগ্রহ করেছে উত্তরপ্রদেশ সরকার। সরকারি সহযোগিতায় নির্বিঘ্নে ছবির শুটিং করতে পারায়, ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী অখিলেশ যাদবকে টুইট করে ধন্যবাদ জানিয়েছেন সালমান খান ও পরিচালক আলি আব্বাস জাফর। শোনা যাচ্ছে, এবারে সালমানের পুরো ছবিই ট্যাক্স ফ্রি করে দিতে চলেছে উত্তরপ্রদেশ সরকার। শুধুমাত্র মাল্টিপ্লেক্সে নয়, সিঙ্গল স্ক্রিনেও সুলতানকে ট্যাক্স ফ্রি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে উত্তরপ্রদেশ সরকারের বিনোদন বিভাগ থেকে। কেবলমাত্র কুস্তির প্রচারের জন্য নয়, অখিলেশ সরকারের এই উদ্যোগ বলিউডের ফিল্মমেকারদের আরও বেশি করে উত্তরপ্রদেশে শুটিং করার জন্য উদ্বুদ্ধ করতে।
×