ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

আওয়ামী লীগের কাউন্সিল

সাংস্কৃতিক অনুষ্ঠানে দলের অর্জনের ইতিহাস তুলে ধরা হবে

প্রকাশিত: ০৭:৪৮, ৩ মে ২০১৬

সাংস্কৃতিক অনুষ্ঠানে দলের অর্জনের ইতিহাস তুলে ধরা হবে

স্টাফ রিপোর্টার ॥ আওয়ামী লীগের আগামী ২০তম জাতীয় কাউন্সিলের সাংস্কৃতিক অনুষ্ঠানে দলের অর্জন, সংগ্রাম, ত্যাগের ইতিহাস তুলে ধরা হবে বলে জানিয়েছেন দলের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ও সংস্কৃতিবিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূর। সোমবার বিকেলে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ধানম-ির রাজনৈতিক কার্যালয়ে সাংস্কৃতিক উপকমটির এক সভা শেষে সংবাদ সম্মেলনে তিনি এমন তথ্য জানান। সংবাদ সম্মেলনে আসাদুজ্জামান নূর বলেন, আমরা উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছি, একটি জঙ্গীবাদী গোষ্ঠী পরিকল্পিতভাবে দেশের সামাজিক-সাংস্কৃতিক কর্মী, লেখক, প্রকাশককে হত্যা করছে। বাংলাদেশে সাম্প্রদায়িক বিভ্রান্তি সৃষ্টি করার চেষ্টা করা হচ্ছে। কিন্তু আমাদের প্রধানমন্ত্রী বলেছেন, কোনভাবেই এ শক্তির মাথা চাড়া দেয়ার সুযোগ বাংলাদেশে নেই। এ লড়াইয়ে প্রয়োজন সাংস্কৃতিক চর্চা। এ ক্ষেত্রে আওয়ামী লীগের নেতাকর্মীদেরও অবদান রাখতে হবে। আসাদুজ্জামান নূরের সভাপতিত্বে সভায় উপস্থতি ছিলেন কমিটির সদস্য চয়ন ইসলাম, সাংস্কৃতিক ব্যক্তিত্ব রামেন্দ্র মজুমদার, লিয়াকত আলী লাকী, কবি আসলাম সানী, চলচ্চিত্র অভিনেতা ফারুক, স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী মনোরঞ্জন ঘোষাল এবং এস এম মহসিন। খাদ্য কমিটির সভা আজ ॥ আগামী ১০ ও ১১ জুলাই আওয়ামী লীগের ২০তম জাতীয় সম্মেলন সফল করার লক্ষ্যে আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় ধানম-ির প্রিয়াঙ্কা কমিউনিটি সেন্টারে খাদ্য উপকমিটির এক সভা অনুষ্ঠিত হবে। সভায় সভাপতিত্ব করবেন খাদ্য উপকমিটির আহ্বায়ক ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীরবিক্রম এমপি।
×