ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ফের মাঠে আহত অস্ট্রেলিয়ান ক্রিকেটার

প্রকাশিত: ১৯:২৯, ২ মে ২০১৬

ফের মাঠে আহত অস্ট্রেলিয়ান ক্রিকেটার

অনলাইন ডেস্ক ॥আরো একজন অস্ট্রেলিয়ান ক্রিকেটার মাঠে আঘাতপ্রাপ্ত! রোববার ইংলিশ কাউন্টি ক্রিকেট ম্যাচে ফিল্ডিংয়ের সময় আঘাত পেয়েছেন অ্যাডাম ভোজেস। অবশ্য এ যাত্রা বেঁচে গেছেন তিনি। একই দিনে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হয় তাকে। মিডলসেক্সের এই অধিনায়ক হ্যাম্পশায়ারের বিপক্ষে খেলার সময় আঘাত পান। উইকেটরক্ষক জন সিম্পসনের ছুঁড়ে দেওয়া একটি বল সরাসরি এসে ভোজেসের মাথার পিছনে আঘাত করে। সঙ্গে সঙ্গেই মাঠ ছাড়েন তিনি। নিয়ে যাওয়া হয় হাসপাতালে। ঘন্টাখানেক পরই এক বিজ্ঞপ্তির মাধ্যমে ভোজেসের সর্বশেষ অবস্থা জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘ফিজিও পিটার ওয়াক্সম্যানের মতে, আঘাতটি বেশ জোরালো। এটা একটা অনাকাঙ্ক্ষিত ইনজুরি। তবে আপাতত তিনি ভালো আছেন। দুঃখজনক হলেও সত্যি, অ্যাডামকে আমরা চলতি ম্যাচে আর মাঠে পাচ্ছি না।’ সেখানে আরো বলা হয়েছে, ‘সে খুব একটা ভালো বোধ করছে না, তাই আমরা তাকে হাসপাতাল থেকে নিয়ে এসেছি। খেলতে না পারলেও, ম্যাচের বাকিটা সময় সে ড্রেসিংরুমেই থাকতে চায়।’ এর আগে ২০১৪ সালে মাঠেই আঘাতপ্রাপ্ত হয়েই মৃত্যবরণ করেন অজি ক্রিকেটার ফিলিপ হিউজ। ওই ঘটনাকে ক্রিকেট ইতিহাসের অন্যতম কালো অধ্যায় মনে করা হয়।
×