ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বদরগঞ্জে ইটভাঁটির ধোঁয়ায় ঝলসে গেছে বোরো ক্ষেত

প্রকাশিত: ০৪:০০, ১ মে ২০১৬

বদরগঞ্জে ইটভাঁটির ধোঁয়ায়  ঝলসে গেছে বোরো ক্ষেত

স্টাফ রিপোর্টার, নীলফামারী ॥ এবিসি নামের একটি ইটভাঁটির চিমনি থেকে নির্গত কালো ধোঁয়া এবং বিষাক্ত গ্যাসে রংপুরের বদরগঞ্জ উপজেলায় প্রায় ৩০ বিঘা জমির বোরো ধানক্ষেত ও বেশ কিছু গাছপালা ঝলসে গেছে বলে অভিযোগ উঠেছে। ক্ষতিগ্রস্ত কৃষকরা তাদের ক্ষতিপূরণের পাশাপাশি ওই ইটভাঁটি বন্ধসহ মালিকের শাস্তির দাবি জানিয়েছে। এ ঘটনায় তারা বদরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট লিখিত অভিযোগ দিয়েছেন। বদরগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা মাহাবুবার রহমান শুক্রবার জানান, ক্ষতিগ্রস্ত কৃষকদের অভিযোগের পরিপ্রেক্ষিতে ইউএনওর নির্দেশে প্রাথমিক তদন্ত করে অভিযোগের সত্যতা পাওয়া গেছে। ওই ইটভাঁটির চিমনি থেকে নির্গত কালো ধোঁয়া ও বিষাক্ত গ্যাসে বোরো ক্ষেতের ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্ত কৃষকদের নাম তালিকাভুক্ত করা হচ্ছে। কৃষকদের অভিযোগ উপজেলার দামোদরপুর ইউনিয়নের শেখেরহাট এলাকায় পাঁচ বছর আগে ওই ইটভাঁটি নির্মাণ করা হয়েছিল। ইটভাঁটি নির্মাণের পর থেকে আশপাশের জমিতে ঠিকমতো ফসল ফলছে না। এবার ইটভাঁটির কালো ধোঁয়ায় ওই ভাঁটির আশপাশে মাঠে থাকা প্রায় ৩০ বিঘা বোরো ধানক্ষেত ঝলসে গেছে। গাছের শিষের ধান কালো হয়ে চিটায় পরিণত হয়েছে। এছাড়া ক্ষতিগ্রস্ত হয়েছে গাছপালাও। কৃষক আবদুস সোবহান ব্যাপারী (৫০) জানান, চার বিঘা জমিতে এবার বোরো রোপণ করেন। ওই জমিতে প্রতিবছর ধান পান ২৪০ থেকে ২৬০ মণ। ওই ইটভাঁটির আগুনের কালো ধোঁয়া ও গ্যাসে এবার তার জমির ধানগাছ হলদে হয়ে গেছে।
×