ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

মে দিবসে সমাবেশের অনুমতি পেয়েছে বিএনপি

প্রকাশিত: ২১:৫৬, ২৯ এপ্রিল ২০১৬

মে দিবসে সমাবেশের অনুমতি পেয়েছে বিএনপি

স্টাফ রিপোর্টার ॥ মহান মে দিবস উপলক্ষে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করার অনুমতি পেয়েছে বিএনপি। ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) বৃহস্পতিবার এ অনুমতি দেয়। নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে শুক্রবার বেলা ১১টায় এক সাংবাদিক সম্মেলন করে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী সমাবেশের অনুমতি পাওয়ার বিষয়টি জানান। আগামী রবিবার এ সমাবেশের আয়োজন করেছে জাতীয়তাবাদী শ্রমিক দল। গণপূর্ত অধিদফতর পুলিশের অনুমতি সাপেক্ষে শ্রমিক দলকে শ্রমিক সমাবেশের জন্য সোহরাওয়ার্দী উদ্যান ব্যবহারের অনুমতি দেয়। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। সমাবেশের প্রস্তুতি প্রসঙ্গে রুহুল কবির রিজভী বলেন, ‘শ্রমিক সমাবেশ সফলে প্রস্তুতি পুরোদমে এগিয়ে চলেছে। ঢাকা মহানগর বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনগুলো ইতোমধ্যে প্রস্তুতি সভা করেছে। আশা করছি, নির্ধারিত সময়ের পূর্বে সকল প্রস্তুতি সম্পন্ন হবে।’ শ্রমিক দলের এ সমাবেশে ঢাকা ও এর পার্শ্ববর্তী নারায়ণগঞ্জ, গাজীপুর, টঙ্গী, নরসিংদীসহ বিভিন্ন স্থান থেকে নেতাকর্মীরা যোগ দেবেন বলেও জানান তিনি। স‍াংবাদিক সম্মেলনে আরও উপস্থিত ছিলেন-বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান, যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, খায়রুল কবির খোকন, অর্থনৈতিক বিষয়ক সম্পাদক আব্দুস সালাম, ধর্মবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মাসুদ আহমেদ তালুকদার, সহ-সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ প্রমুখ
×