ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

পুঁজিবাজার নিয়ে কেন্দ্রীয় ব্যাংকের জরুরি সংবাদ সম্মেলন

প্রকাশিত: ০২:২৮, ২৭ এপ্রিল ২০১৬

পুঁজিবাজার নিয়ে কেন্দ্রীয় ব্যাংকের জরুরি সংবাদ সম্মেলন

অর্থনৈতিক রিপোর্টার ॥ পুঁজিবাজারে ব্যাংকের বিনিয়োগ নিয়ে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বাংলাদেশ ব্যাংক। বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ সংবাদ সম্মেলন হওয়ার কথা। পুঁজিবাজারে যেসব ব্যাংকের সীমাতিরিক্ত বিনিয়োগ রয়েছে আগামী ২১ জুলাইয়ের মধ্যে তা নামিয়ে আনার কথা। এ সময়সীমা বাড়াতে বিভিন্ন পক্ষের দাবির মধ্যেই বুধবার সন্ধ্যায় জরুরি সংবাদ সম্মেলন ডাকলো কেন্দ্রীয় ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংকের সংশ্লিষ্ট একজন কর্মকর্তা জনকন্ঠকে জানান, সময়সীমা বাড়াতে হলে আইন সংশোধন করতে হবে। তবে এ বিষয়ে এখনও সরকার কোনো উদ্যোগ না নেওয়ায় এমন একটি পন্থা বের করা হচ্ছে যাতে করে শেয়ার বিক্রি ছাড়াই ব্যাংকের অতিরিক্ত বিনিয়োগ নির্ধারিত সীমায় নেমে আসে। গত কয়েকদিন ধরে টানা দরপতন চলছে দেশের পুঁজিবাজারে। বাজার সংশ্লিষ্টদের ধারণা— আইনি বাধ্যবাধকতার কারণে যেসব ব্যাংকের অতিরিক্ত বিনিয়োগ রয়েছে তা নামিয়ে আনার জন্য অনেক ব্যাংককে শেয়ার বিক্রি করতে হবে। এমন ধারণা থেকেই গত কয়েকদিন ধরে টানা দরপতন চলছে।
×