ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গবর্নর পদে ১১ জন দিলেন মৌখিক পরীক্ষা

প্রকাশিত: ০১:৪৪, ২৭ এপ্রিল ২০১৬

বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গবর্নর পদে ১১ জন দিলেন মৌখিক পরীক্ষা

অর্থনৈতিক রিপোর্টার ॥ বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গবর্নর পদে মৌখিক পরীক্ষা দিয়েছেন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের ১১ জন প্রার্থী। আজ বুধবার বাংলাদেশ ব্যাংকের সভাকক্ষে ডেপুটি গবর্নর নিয়োগের জন্য গঠিত সার্চ কমিটি এ সাক্ষাৎকার গ্রহন করেন। বৃহস্পতিবার আরও ৯ পার্থীর মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা গেছে, ডেপুটি গবর্নর পদে মৌখিক পরীক্ষা অংশ নেয়া প্রার্থীদের বেশির ভাগই বাংলাদেশ ব্যাংকের বর্তমান ও সাবেক নির্বাহী পরিচালক। পাশাপাশি রয়েছেন বিভিন্ন সরকারি- বেসরকারি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও উপব্যবস্থাপনা পরিচালক। এ ছাড়া সাবেক ব্যাংকার এবং অর্থনীতিবিদও আছেন বলে জানা গেছে। বুধবার যারা মৌখিক পরীক্ষায় অংশ গ্রহন করেন তারা হলেন, বাংলাদেশ ব্যাংকের সাবেক নির্বাহী পরিচালক আহসান উল্ল্যাহ, মাহফুজুর রহমান, আব্দুল হক, কাজী নাসির আহমেদ এবং বর্তমানে দায়িত্বরত নিবার্হী পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন এস এম মনিরুজ্জামান, নওশাদ আলী চৌধুরী, আব্দুর রহিম, নির্মল চন্দ্র ভক্ত, বিষ্ণুপদ সাহা। এছাড়া রূপালী ব্যাংকের ডিএমডি খলিলুর রহমান, হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশনের সাবেক ব্যবস্থাপনা পরিচালক ওমর ফারুক। আগামীকাল বৃহস্পতিবার আরও ৯ প্রার্থীর সাক্ষাৎকার অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এ পর্যন্ত যাদের নাম পাওয়া গেছে তারা হলেন-বর্তমান নির্বাহী পরিচালক আহমেদ জামাল, নাজিম উদ্দিন, হুমায়ূন কবির, মিজানুর রহমান জেয়ারর্দার ও সোনালী ব্যাংকের বর্তমান নির্বাহী পরিচালক প্রদীপ কুমার দত্ত। এর আগে এ পদটির জন্য অর্ধশতাধিক প্রার্থী আবেদন করেন। ডেপুটি গবর্নর পদের জন্য আবেদনকারীর যোগ্যতায় স্নাতক সম্মানসহ স্নাতকোত্তর ডিগ্রি এবং ২৫ বছরের ব্যাংকিংয়ের অভিজ্ঞতা চাওয়া হলেও এসব প্রার্থীর কারও কারও শুধু স্নাতক সম্মান ডিগ্রিই রয়েছে, আবার কেউ শুধু স্নাতকোত্তর ডিগ্রিধারী। প্রসঙ্গত, কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনায় গত ১৫ মার্চ গভর্নর পদত্যাগ করেন ও দুই ডেপুটি গভর্নরকে প্রত্যাহার করে সরকার। পরদিন ১৬ মার্চ ডেপুটি গভর্নর নিয়োগের জন্য পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) চেয়ারম্যান কাজী খলীকুজ্জমান আহমদকে প্রধান করে সার্চ কমিটি গঠন করে সরকার। এরপর অর্থমন্ত্রণালয়ের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগ বিজ্ঞপ্তি প্রকাশের সার্কুলার জারি করে।
×