ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

চিন্তার মাধ্যমে ড্রোন পরিচালনা

প্রকাশিত: ০৬:১৭, ২৭ এপ্রিল ২০১৬

চিন্তার মাধ্যমে ড্রোন পরিচালনা

যুক্তরাষ্ট্রের একদল পাইলট এই প্রথমবারের মতো শুধু চিন্তার মাধ্যমে ড্রোন পরিচালনা করতে পেরেছেন। এ ভাবে ড্রোন পরিচালনার জন্য পাইলটদের মস্তিষ্কের তৎপরতাকে ইলেক্ট্রো এনসেপাফালোগ্রাফি বা ইইজির মাধ্যমে ধারণ করা হয়েছে। ফ্লোরিডা বিশ্ববিদ্যালয়ের একদল ছাত্র এ কাজটি সম্পন্ন করেছেন। ইইজি ধারণ এবং তা রিয়েল টাইম বা তাৎক্ষণিক ভাবে ড্রোন পরিচালনার নির্দেশে অনুবাদের জন্য পাইলটদের মাথায় লাগানো ছিল হেডব্যান্ড। প্রতিটি মানুষের মস্তিষ্ক স্বতন্ত্রভাবে কাজ করে, তাই ড্রোন নিয়ন্ত্রণে পাইলটদের প্রত্যেকের জন্য আলাদা আলাদা প্রোগ্রাম তৈরি করতে হয়েছে। ব্রেন ড্রোন রেস নামের এ প্রতিযোগিতায় ১৬ জন পাইলট অংশ নিয়েছেন। এ আয়োজনের মধ্য দিয়ে শুধু চিন্তা দ্বারা কাজ করার বিষয়কে বাস্তবের কাছাকাছি নিয়ে আসা হলো। আয়োজকরা প্রত্যাশা করছেন, অন্যরাও এ ধরনের গবেষণায় অংশগ্রহণ করতে এগিয়ে আসবে এবং নতুন এ প্রযুক্তি নির্মাণে সহায়তা করবেন। এভাবেই ভবিষ্যতে হয়ত অন্য অনেক কাজ কেবলমাত্র চিন্তার মাধ্যমেই সম্পন্ন করা যাবে। আমরা মাথায় ইইজির হেডব্যান্ড লাগিয়ে বসে থাকব এবং নিঃশব্দে আমাদের চিন্তাকে অক্ষর বন্দি করতে থাকবে কম্পিউটার। শুধু লেখালেখি নয়, গাড়ি চালনা থেকে শুরু করে অন্যান্য অনেক ক্ষেত্রেও ভবিষ্যতে এ প্রযুক্তির জয় জয়কার দেখতে পাব আমরা।-নেচারডটকম
×